বেলায়েত মাছুম
,
  • বাড়ি
  • কবিতা
  • গদ্য
  • প্রযোজনা
  • সংযুক্তি
    • অ-কথা
    • সংকলন
      • অঞ্জন দত্তের গান
      • শাহ্ আব্দুল করিমের গান
      • কল্পকান্ত সদাই'র গান
      • অ-সংযোগ
    • ভ্রমণ
    • আমি
  • ISSUU
  • বই
    • আমাদের দীর্ঘ সাক্ষাৎকার বিষয়ে
    • পাখীদের পানশালায়
আমার বক্ষ সমতলে যে প্লাবন-
অনাবৃষ্টি যে ছিল কতকাল
কত পার্বন বৈশাখ পেরিয়ে এসেছে এক আষাঢ়,
যখন ভিজব বলে বাড়িয়ে দেই হাত
ছুয়ে দেয় কোমল শীতলতা।
অবাক অপলক চোখ
খুজে ফিরে প্রার্থনা-
বাম পাশে যেখানে হৃদয় আছে
যেখানে স্পর্শে কাঁপন জাগে
হঠাৎ মনে হয় আর কিছু নেই
খুজে পায় অচিন জড়তা।
প্রাচীন কোন দেয়ালে পিঠ ঠেকে
শ্যাওলা বাড়িয়ে দেয় হাত,
ইটের ভাঁজগুলো কথা কয়
বাতাসে বাতাসে করে মাতামাতি
শুধু আমার মাঝে কোন্ এক নীরবতা।
জেনে খুশি হও জানি
উচ্ছাসে উতড়ে পড়
তারপরও তোমাকে মানি,
রঙিন স্বপ্ন উড়াই, তবে বাঁচি
জানালার কাঁচ ভাঙ্গা আলোয়
মাথা রেখে মগ্ন হই
নির্মল জোছনায় রাখি পা
জোনাকি মুঠোয় ধরি, রঙিন সুতোয়।
আকাশের চাঁদ আর রাত্রি নিঝুম অন্ধকার
কথা কয় পরস্পর
তোমার-আমার দু'জনার মত,
যখন হারিয়ে যাই কিংবা হারাই
পাশে থাকো, নাকি জড়িয়ে পড়ো
মাকড়সা'র জালের কারুকাজে।

পশ্চিমের দেয়াল ঘেসে দাড়াও
জানালায় রাখো হাত-
গ্রীষ্মের উষ্ণতায় যেমন হাপিয়ে উঠো
স্পর্শে তারচেয়েও বেশি।


www.somewhereinblog.net/blog/belayatmasum

মনে হচ্ছে নিজের ভেতরেই ফিরছি-

নিজের বলে কিছুই ছিলনা,ঘুম কিংবা স্বপ্ন
অথচ ঘুমের ভেতর জেগে থেকেই ফিরছি।
ফেরার পথ ছিল বলে,আজ এই গল্পের রাত-
সমুদ্র রাতেও জাগে চাঁদের মতন,তবু
অন্ধকার ভাঙার শব্দে ঢেউগুলো কেমন যেন
অর্ধেক রমণীর মতো জেগে উঠে শৈবাল শরীর নিয়ে।

মনের ভেতর কুয়াশা জমে, তাই চোখেও অন্ধকার
ভাঙার শব্দ হয়,অথচ কথা ছিল মধ্যাহ্ন হাওয়ায়
চিলদের মত উড়ে, আকাশ দৃষ্টি সহ,পলকে
মাছের চোখের ভেতর ছায়া রোগ হই।

ফেরার পথেই ফিরতে হয়, ফিরছি বলে-

পথ জুড়ে মায়া, আর পিছনে পথ ধুলো
দৃষ্টিও যেন আটকে যায় আলোর ভেতর;
তবুও পিছনে তাকিয়ে কেবল ফেরার জন্য,
ফিরছিতো সেই বাষ্পীয় আদ্রতা মাখা যন্ত্রে চড়ে
প্রিয় ''বেলাভো'' শহরের দিকে।


                                         

রাত আসে,ভোর আসে,দিন যায়
শুধু কথা থাকে,
মনের উঠোন জুড়ে পা পা করে
বেড়ে উঠে প্রত্যয়।
কোন একদিন রাতের শেষে
হেটে পাড় হবো অনন্ত নক্ষত্র বীথি।
সূর্যের গায়ে গা হেলিয়ে
গাইব নতুন আরেক গান-
"আমার আমি হারিয়ে গিয়েছি
নতুন দিনের ভোরের কাছে,
শেষে এসে, অবশেষেও আরেক স্বপ্ন আছে।"
কোলাহল থেমে গেলে তারপর
আঁকব আঁচর চাঁদের বুকে
অন্য কোনদিন জানালার পাশে
ভাববো আবার আগের মতই
সেই সে কৈশোর ফেলে আসা
নির্বার যতক্ষণ ছিলাম প্রজাপতির লেজে। 


রাত আসে,ভোর আসে,দিন যায় 



 কোকিলের ডাকে চমকে উঠো
কান পেতে শুনতে থাকো,

আড়ালে বসে কোকিল ডাকে
তুমি তারে খুজতে থাকো।
গাছের ভিড়ে পাতার ফাঁকে
কোকিল বসে ডাকতে থাকে,
কেবল তুমি চমকে উঠো
আর বিমূঢ় হয়ে শুনতে থাকো।
আমি তোমায় ডাকতে গেলে
দাওনা তুমি কোন সাড়া
তোমায় আমি ডাকতে গেলে
দেকি তোমার ভীষণ তাড়া।
তবে তুমি জেনে রাখো
একদিন তোমার জানালার পাশে
বসবো আমি সাহস নিয়ে
ডাকবো জোরে নামটি ধরে
আসবে তুমি তাড়িয়ে দিতে,
জানি এবার চমকে যাবে
বুকের পানি শুকিয়ে যাবে,
বলছি তোমায়,একটু শোনো
আমি এবার কাকটিই হবো।
তবে এসো একদিন বসি মুখোমুখি
সময় পাড় করে দেব আরেকবার,
নি:শ্চুপ সন্ধ্যার ঝাপসা অন্ধকারে
বসবো মুখোমুখি চাপিয়ে গুন্জন চারপাশের।
হয়তো কেউ আর আগের মত নেই
কিংবা সময় পাল্টিয়ে দিয়েছে পরিচয়,
তবুও মুখোমুখি বসবার কালে
পুরোনো দিনের মতোই, এক ঝাপসা ব্যাথা
বুঝিয়ে দেবে আবার আমরা দুজন
    ঘুরে ফিরে এসে
সেই বুকের পাশেই,শৈবাল দ্বীপের মতো।
কত ঢেউ, জোয়ারে ভেসে গেল
ধুলো মাটি তবু বাতাসে উড়ে
কথা কয়, আবার আমরা দু'জন
ঝাপসা আলোয় সেই আগের মতন।

      এক শীতের রাতে-
ঘুম ভেঙ্গে গেলে,ঘন কুয়াশার
                         আড়াল হতে,
গান গেয়ে ফিরছিল অন্ধ বাদুর।
           আমরা শুনেছিলাম-
জানিনা কি এক জেগেছিল উম
যেন কোথাও হতে ঘুরে এলাম।
                             সে রাতে
বাতাসে ছিলনা কোন ঘ্রাণ
তবু অন্ধ কুয়াশায়,মুগ্ধ এ প্রাণ
জেগেছিল জোনাকির সাথে।

                       অন্ধ বাদুর-
গান গায় নির্জন আকাশের পথে,
        সে সুরে মুগ্ধ হয়ে
হয়তোবা ব্যাথা সইতে না পেরে
কুয়াশা ঝরে মেঘের শরীর হতে।

আমরা জেগে ছিলাম বলে
কুয়াশার ভিতর হেটে খুজে ছিলাম উম্।
খুজে ছিলাম জোনাকির শরীর
                               কেমন করে জ্বলে
কোমল উষ্ণতায় ছুয়ে দিয়েছিল আমাদের ঘুম।

                                           আমরা-
কতরাত শুনেছি সে গান,
পোহায়েছি কত মুগ্ধ অন্ধকার ;
                                    অন্ধ বাদুর-
আজও কুয়াশায় সন্ধ্যা নামার পর
গেয়ে চলেছে প্রাচীন সুরের গান,
কারো জানা নেই তা কত বেদনার।



ওল্ডহাম, ম্যানচেস্টার।
২৩.০১.২০১৪ 

কে যেন বলেছিল, সে তো আমি নই
শব্দের ভীড়ে আমি কিবা আমরা
        সবে মিলে এক হই।
আঁধারী রাত্রী নামে, ভোরের আলোয় হয়ে
পথের হিজল ফুলে,স্বপ্নের কথা শেষে
        কত কথা গেছে রয়ে,
আমি ও আমরা সে কথায় জেগে রই।
আকাশ কাঁদে কেন ? কার ডাকে জোরে সুরে
         কেঁদে উঠে চিৎকারে ?
যে আমি আমরা নই, আমরা কার তরে?
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

Translate

বেলায়েত মাছুম

নির্বাচিত লেখা

মনে হয় আমি হাওয়া হয়ে যাই | বেলায়েত মাছুম

১. মনে হয় আমি হাওয়া হয়ে যাই। আব্বার কবরের পাশে অচেনা এক লোকের মতো বসে থাকি। ধীরে- দূর পাহাড় থেকে ভেসে ঘোরা মেঘের সাথে চলতে থাকি। ঘাসের সাথে ...

সেরা পাঁচ

  • ধান পাতারা উড়ে উড়ে যায় | বেলায়েত মাছুম
      হঠাৎ একদিন ধান পাতার কথা মনে পড়লো। ভাবি একদিন আমাদের বাড়ি থেকে  নেমেই ধানখেতের পাশে দাড়াই আর কয়েকটি ধান পাতা আমার মুখের উপর উড়তে থাকুক। ১....
  • সিলেটি ভাষায় কবিতা | আমারে কেউ কেউ পড়শি ভাবইন | বেলায়েত মাছুম
      ১. তুমার আত থাকি কুন্তা খাইলে তুমার চউখো চউখ পড়লে  আমি টাল অইজাই পাতা যেলা পরি থাকে ঘাসর উপরে মনো অয় আমিও পরি থাকি হারাদিন, বিয়ান থাকি হাই...
  • আমাদের দীর্ঘ সাক্ষাতকার বিষয়ে বই থেকে দশ কবিতা | বেলায়েত মাছুম
    নৈশ সভা নৈশ সভায় কোন গল্প হয় না পরস্পরের খোঁজ-খবর কিংবা পাখির কথা; নিশিতে যে ডেকে উঠে জানালার পাশে ঘাস কাটা যন্ত্রের শব্দ নিয়ে- তার কথা কোন...
  • দিনলিপি | বেলায়েত মাছুম
    ১. এইভাবে একদিন লিখে রাখি জানালার কথা, দক্ষিণের হাওয়ায় ভাসা ফুলের রেণু,পাখির পালক হতে গুনগুন আওয়াজ; শব্দের ভেতর কাঁপা শোভন আলো, পা...
  • গত হওয়া শীত কিংবা বসন্তের কবিতা গুচ্ছ | বেলায়েত মাছুম
    আজ ১লা ফাল্গুন। দেশে শীত শেষ হলেও শীতল ভাবটা নিশ্চয় রয়ে গেছে। ইংল্যান্ডেও শীত শেষ হয়ে আসছে, যদিও গত কয়েকদিন ধরে খুব ঠান্ডা আর ঝিরঝির তুষার...

গোলা । উগাড়

  • ►  2022 (6)
    • ►  ডিসেম্বর 2022 (1)
    • ►  নভেম্বর 2022 (1)
    • ►  অক্টোবর 2022 (1)
    • ►  জুলাই 2022 (1)
    • ►  মে 2022 (1)
    • ►  এপ্রিল 2022 (1)
  • ►  2021 (7)
    • ►  সেপ্টেম্বর 2021 (1)
    • ►  জুলাই 2021 (2)
    • ►  জুন 2021 (1)
    • ►  মার্চ 2021 (1)
    • ►  ফেব্রুয়ারী 2021 (2)
  • ►  2020 (9)
    • ►  অক্টোবর 2020 (1)
    • ►  সেপ্টেম্বর 2020 (1)
    • ►  জুলাই 2020 (1)
    • ►  জুন 2020 (1)
    • ►  মে 2020 (1)
    • ►  মার্চ 2020 (1)
    • ►  ফেব্রুয়ারী 2020 (2)
    • ►  জানুয়ারী 2020 (1)
  • ►  2019 (3)
    • ►  অক্টোবর 2019 (1)
    • ►  জুলাই 2019 (1)
    • ►  মে 2019 (1)
  • ►  2018 (5)
    • ►  ডিসেম্বর 2018 (1)
    • ►  জুন 2018 (1)
    • ►  মে 2018 (2)
    • ►  ফেব্রুয়ারী 2018 (1)
  • ►  2017 (6)
    • ►  আগস্ট 2017 (1)
    • ►  জুলাই 2017 (1)
    • ►  জুন 2017 (1)
    • ►  মার্চ 2017 (1)
    • ►  ফেব্রুয়ারী 2017 (1)
    • ►  জানুয়ারী 2017 (1)
  • ►  2016 (8)
    • ►  ডিসেম্বর 2016 (3)
    • ►  জুলাই 2016 (1)
    • ►  জুন 2016 (1)
    • ►  মে 2016 (1)
    • ►  ফেব্রুয়ারী 2016 (2)
  • ►  2015 (30)
    • ►  ডিসেম্বর 2015 (3)
    • ►  নভেম্বর 2015 (2)
    • ►  জুলাই 2015 (2)
    • ►  জুন 2015 (3)
    • ►  মে 2015 (7)
    • ►  এপ্রিল 2015 (6)
    • ►  মার্চ 2015 (1)
    • ►  ফেব্রুয়ারী 2015 (3)
    • ►  জানুয়ারী 2015 (3)
  • ▼  2014 (8)
    • ▼  নভেম্বর 2014 (4)
      • আমার বক্ষ সমতলে যে প্লাবন
      • জেনে খুশি হও
      • ফেরা
      • রাত আসে,ভোর আসে,দিন যায়
    • ►  অক্টোবর 2014 (4)
      • আমি এবার কাকটিই হবো
      • তবে এসো একদিন
      • এক শীতের রাতে
      • আমরা
  • ►  2010 (17)
    • ►  আগস্ট 2010 (5)
    • ►  জুন 2010 (1)
    • ►  এপ্রিল 2010 (11)

বিষয়

অ-কথা অ-গদ্য কবিতা গান ছবি প্রেমের কবিতা ভ্রমণ English Poetry
Blogger দ্বারা পরিচালিত.
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.


আপনার সাহায্য পেলে বিদ্যানন্দের কাজ আরো সহজ হবে। বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

অন্যজন

  • মীর রবি
  • মুনিরা মেহেক
  • মুরাদুল ইসলাম
  • সুহান রিজওয়ান

যোগাযোগ

নাম


ইমেল *


বার্তা *


Copyright By Belayat Masum | Designed By OddThemes | Distributed By Blogger Templates