জেনে খুশি হও জানি
উচ্ছাসে উতড়ে পড়
তারপরও তোমাকে মানি,
রঙিন স্বপ্ন উড়াই, তবে বাঁচি
জানালার কাঁচ ভাঙ্গা আলোয়
মাথা রেখে মগ্ন হই
নির্মল জোছনায় রাখি পা
জোনাকি মুঠোয় ধরি, রঙিন সুতোয়।
আকাশের চাঁদ আর রাত্রি নিঝুম অন্ধকার
কথা কয় পরস্পর
তোমার-আমার দু'জনার মত,
যখন হারিয়ে যাই কিংবা হারাই
পাশে থাকো, নাকি জড়িয়ে পড়ো
মাকড়সা'র জালের কারুকাজে।
পশ্চিমের দেয়াল ঘেসে দাড়াও
জানালায় রাখো হাত-
গ্রীষ্মের উষ্ণতায় যেমন হাপিয়ে উঠো
স্পর্শে তারচেয়েও বেশি।
www.somewhereinblog.net/blog/belayatmasum
উচ্ছাসে উতড়ে পড়
তারপরও তোমাকে মানি,
রঙিন স্বপ্ন উড়াই, তবে বাঁচি
জানালার কাঁচ ভাঙ্গা আলোয়
মাথা রেখে মগ্ন হই
নির্মল জোছনায় রাখি পা
জোনাকি মুঠোয় ধরি, রঙিন সুতোয়।
আকাশের চাঁদ আর রাত্রি নিঝুম অন্ধকার
কথা কয় পরস্পর
তোমার-আমার দু'জনার মত,
যখন হারিয়ে যাই কিংবা হারাই
পাশে থাকো, নাকি জড়িয়ে পড়ো
মাকড়সা'র জালের কারুকাজে।
পশ্চিমের দেয়াল ঘেসে দাড়াও
জানালায় রাখো হাত-
গ্রীষ্মের উষ্ণতায় যেমন হাপিয়ে উঠো
স্পর্শে তারচেয়েও বেশি।
www.somewhereinblog.net/blog/belayatmasum
0 মন্তব্যসমূহ