তবে এসো একদিন

তবে এসো একদিন বসি মুখোমুখি
সময় পাড় করে দেব আরেকবার,
নি:শ্চুপ সন্ধ্যার ঝাপসা অন্ধকারে
বসবো মুখোমুখি চাপিয়ে গুন্জন চারপাশের।
হয়তো কেউ আর আগের মত নেই
কিংবা সময় পাল্টিয়ে দিয়েছে পরিচয়,
তবুও মুখোমুখি বসবার কালে
পুরোনো দিনের মতোই, এক ঝাপসা ব্যাথা
বুঝিয়ে দেবে আবার আমরা দুজন
    ঘুরে ফিরে এসে
সেই বুকের পাশেই,শৈবাল দ্বীপের মতো।
কত ঢেউ, জোয়ারে ভেসে গেল
ধুলো মাটি তবু বাতাসে উড়ে
কথা কয়, আবার আমরা দু'জন
ঝাপসা আলোয় সেই আগের মতন।