পাখীদের পানশালায়- বেলায়েত মাছুম |
প্রচ্ছদঃ ইবনে শামস্
প্রকাশ কালঃ জুলাই ২০২১
ই-বই প্রকাশকঃ বইদ্বীপ
কবিতার বই পাখীদের পানাশালায় পাওয়া যাচ্ছে ই-বই আকারে গুগল বুক্স, অ্যাপল বুক্স সহ আরও কিছু ই-বুক স্টোরে।
নিচে ই-বই স্টোরের লিংক দেয়া হলোঃ-
গুগল বুক্স অ্যাপল বুক্স কবো বুক্স অন্যান্য
১২.
আমি যেন সেই হাওয়া
যেন কোন এক নারীর
কোমল হাতের নিচে
দাড়াই—
যেন আমি ঝরে যেতে পারি
তুমুল ঝড়ের সময়
কোন কোন জানালায়
নিজের মতো করে—
সেই দিন সেই রাত নাই
যখন পাখীদের পানশালায়
আমি এক নবিশ—
জোড়া চোখে দারুন ঘুম
তবু কিছু আলো
কিছু অন্ধকার
আমায় নিয়ে মেতে আছে যেন—
সেই হাওয়া
ঝড়ের সময়
মুখোমুখি বসি
শোনায় কথা
মনে হয় দূর
মনে হয় নারী
আমি এক লোক
বাসি দিন যায়
আঙ্গুল গুণে
পাখীদের পানশালায় যেন
আমি সেই লোক
বসে বসে ভাবি, যদি একদিন
হারাই ডানা—
আরও কিছু কবিতা পড়তে নিচের লিংকে ক্লিক করুন-
0 মন্তব্যসমূহ