রাত আসে,ভোর আসে,দিন যায় - বেলায়েত মাছুম রাত আসে,ভোর আসে,দিন যায়

রাত আসে,ভোর আসে,দিন যায়


                                         

রাত আসে,ভোর আসে,দিন যায়
শুধু কথা থাকে,
মনের উঠোন জুড়ে পা পা করে
বেড়ে উঠে প্রত্যয়।
কোন একদিন রাতের শেষে
হেটে পাড় হবো অনন্ত নক্ষত্র বীথি।
সূর্যের গায়ে গা হেলিয়ে
গাইব নতুন আরেক গান-
"আমার আমি হারিয়ে গিয়েছি
নতুন দিনের ভোরের কাছে,
শেষে এসে, অবশেষেও আরেক স্বপ্ন আছে।"
কোলাহল থেমে গেলে তারপর
আঁকব আঁচর চাঁদের বুকে
অন্য কোনদিন জানালার পাশে
ভাববো আবার আগের মতই
সেই সে কৈশোর ফেলে আসা
নির্বার যতক্ষণ ছিলাম প্রজাপতির লেজে। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ