এক শীতের রাতে-
ঘুম ভেঙ্গে গেলে,ঘন কুয়াশার
আড়াল হতে,
গান গেয়ে ফিরছিল অন্ধ বাদুর।
আমরা শুনেছিলাম-
জানিনা কি এক জেগেছিল উম
যেন কোথাও হতে ঘুরে এলাম।
সে রাতে
বাতাসে ছিলনা কোন ঘ্রাণ
তবু অন্ধ কুয়াশায়,মুগ্ধ এ প্রাণ
জেগেছিল জোনাকির সাথে।
অন্ধ বাদুর-
গান গায় নির্জন আকাশের পথে,
সে সুরে মুগ্ধ হয়ে
হয়তোবা ব্যাথা সইতে না পেরে
কুয়াশা ঝরে মেঘের শরীর হতে।
আমরা জেগে ছিলাম বলে
কুয়াশার ভিতর হেটে খুজে ছিলাম উম্।
খুজে ছিলাম জোনাকির শরীর
কেমন করে জ্বলে
কোমল উষ্ণতায় ছুয়ে দিয়েছিল আমাদের ঘুম।
আমরা-
কতরাত শুনেছি সে গান,
পোহায়েছি কত মুগ্ধ অন্ধকার ;
অন্ধ বাদুর-
আজও কুয়াশায় সন্ধ্যা নামার পর
গেয়ে চলেছে প্রাচীন সুরের গান,
কারো জানা নেই তা কত বেদনার।
ওল্ডহাম, ম্যানচেস্টার।
২৩.০১.২০১৪
0 মন্তব্যসমূহ