আমাদের দীর্ঘ সাক্ষাৎকার বিষয়ে


আমাদের দীর্ঘ সাক্ষাৎকার বিষয়ে




'আমাদের দীর্ঘ সাক্ষাৎকার বিষয়েবইটি নিচের লিংকগুলো থেকে ডিজিটাল সংস্করণ  পাওয়া যাচ্ছে।




প্রকাশ কালঃ বইমেলা, ২০২০ খ্রীষ্টাব্দ
প্রকাশকঃ আনন্দম
ডিজিটাল সংস্করণ প্রকাশকঃ বইদ্বীপ
প্রচ্ছদঃ এনায়েত ইসলাম





               
আমাদের দীর্ঘ সাক্ষাতকার বিষয়ে

আমাদের দীর্ঘ সাক্ষাতকার পর্ব বলতে শীতকালটা ছিল
পৌষের আগে আগে যে রকম সন্ধ্যা নামে
ভেঁজা কুয়াশা ঠোঁটে মেখে ঘর ফেরত পাতি হাসের দল;
শুকনো ধুলো উড়তে উড়তে আমাদের জানালায় উল্টে যেত
ঘরের পর্দা আরো বেশি ভারি হয়ে উঠলে-
আকাশের রঙটা একটু একটু করে অন্ধকার হয়ে গেলে
আমাদের সাক্ষাত বলতে ঐ সময়টাই ছিল।

দরজার বাইরে ঘুমিয়ে পড়তো মেটো আলো
খরচার ভয় ছিল
তবু সঙ্গম মুখর হাওয়া আরো বেশি ব্যাকুল হয়ে উঠলে
দেয়ালে লেপ্টে থাকা হাস্নাহেনার গন্ধ শুকে শুকে ভ্রমণে যাওয়া যেত
আমাদের সাক্ষাত পর্ব বলতে ঐ সময়টুকুই ছিল।

গতবার যখন আলোটা নিভে গেল ভোরের আগে
দেয়াল ঘামতে ঘামতে নিঃশ্বাস নিতে ভুলে গেলো,
সূর্যটা এত আলসে ছিল যে জোনাকিরা গাইল নাদাইর গীত
আমরাও জড়তা ভেঙে শুনতে থাকলাম শিশির ঝরার শব্দ;
এইভাবে আমাদের সাক্ষাত শেষ হয়ে এল বলে
দারুণ শীতকালটা জমে গেলো।


আরও কবিতা পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ 

আমাদের দীর্ঘ সাক্ষাতকার বিষয়ে বই থেকে দশ কবিতা