কোকিলের ডাকে চমকে উঠো
কান পেতে শুনতে থাকো,
আড়ালে বসে কোকিল ডাকে
তুমি তারে খুজতে থাকো।
গাছের ভিড়ে পাতার ফাঁকে
কোকিল বসে ডাকতে থাকে,
কেবল তুমি চমকে উঠো
আর বিমূঢ় হয়ে শুনতে থাকো।
আমি তোমায় ডাকতে গেলে
দাওনা তুমি কোন সাড়া
তোমায় আমি ডাকতে গেলে
দেকি তোমার ভীষণ তাড়া।
তবে তুমি জেনে রাখো
একদিন তোমার জানালার পাশে
বসবো আমি সাহস নিয়ে
ডাকবো জোরে নামটি ধরে
আসবে তুমি তাড়িয়ে দিতে,
জানি এবার চমকে যাবে
বুকের পানি শুকিয়ে যাবে,
বলছি তোমায়,একটু শোনো
আমি এবার কাকটিই হবো।
কান পেতে শুনতে থাকো,
আড়ালে বসে কোকিল ডাকে
তুমি তারে খুজতে থাকো।
গাছের ভিড়ে পাতার ফাঁকে
কোকিল বসে ডাকতে থাকে,
কেবল তুমি চমকে উঠো
আর বিমূঢ় হয়ে শুনতে থাকো।
আমি তোমায় ডাকতে গেলে
দাওনা তুমি কোন সাড়া
তোমায় আমি ডাকতে গেলে
দেকি তোমার ভীষণ তাড়া।
তবে তুমি জেনে রাখো
একদিন তোমার জানালার পাশে
বসবো আমি সাহস নিয়ে
ডাকবো জোরে নামটি ধরে
আসবে তুমি তাড়িয়ে দিতে,
জানি এবার চমকে যাবে
বুকের পানি শুকিয়ে যাবে,
বলছি তোমায়,একটু শোনো
আমি এবার কাকটিই হবো।
0 মন্তব্যসমূহ