২০২৩ এর জুলাই থেকে ২০২৪ এর জুলাই। এই এক বছর আমার দৌড়ের উপর গেল। অনেক পেরেশানিতে ছিলাম। কিন্তু এতসবের পরও কিছু লোক— যারা আমার বন্ধু হয়েছিলো— আমাকে শান্তি দিয়েছিলো। তাদের সাথে কথা বলার সময় এই গান গুলো গুনগুন করে গাইতে গাইতে লেখা। ইদানিং তাদের সাথে কথা হচ্ছে না, কিন্তু তারা আমার মনে আছে। তাদের প্রতি আমার ভালবাসা। বিশেষ করে মাহি ও আহমেদ সাদ রিজভী ভাই কে এই গানগুলো উৎসর্গ করছি। তারা হয়তো কোন দিনও জানবেনা, তবু এই গানগুলো তাদের প্রতি। আর সবার প্রতি ভালবাসা।
তাদের সাথে কথা বলতে বলতে লেখা আরো কিছু কবিতা-
তোমার কন্ঠেই মেতে আছে বুদ | বেলায়েত মাছুম
দেখার দিন প্রায় শেষ | বেলায়েত মাছুম
কথার সুত্র ধরে হাটতে আছি | বেলায়েত মাছুম
১.
পাখির মতো যাও উড়ে পাতা
বলো তারে মনে আছে যা’তা
ভোমরা মাতাল এই ফাল্গুনে
লাগে না ভালো তারে বিনে।
সহজে যায় উড়ে হাওয়া
মনে লয় পাই তার ছোঁয়া
মন কি পুড়ে এই আগুনে
লাগে না ভালো তারে বিনে।
কত কিছু আমার চারিপাশে
মরি শুধু আমি সেই পিয়াসে
যদি তার পড়ে যাই মনে
লাগে না ভালো তারে বিনে।
২.
হয়তো তোমার শহরের হাওয়া
আমার শহরে বয়ে যায়
হয়তো তোমায় ছুয়ে আসা হাওয়া
আমার শরীল ছুয়ে যায়।
গাছের পাতারা বুঝি দুলে দুলে
তোমার কথাই শুধু যায় বলে,
কান পেতে শুনি আমি সেই কথা
মনে হয় এ হৃদয়, দেই খুলে।
নিরলে, নিভৃতে বসে আমি
ডুবে থাকি সেই ভাবনায়।
রোদের ঝিলিকে তোমার ছোয়া পাই
হাওয়ার ঠোঁটে তাই রোজ চুমু খাই,
কথার ফোয়ারা শুধু যায় ফুরিয়ে
মনে হয় এই হাওয়া, আমি হয়ে যাই।
দিনগুলো যায় চলে এমন করে
আমি শুধু হই নিরুপায়।
৩.
সাদা সাদা মেঘগুলো, কোথায় উড়ে যায়
আমাকে উদাস করে,
মনে পড়ে শরতের হাওয়ায়, তোমার এলোচুল
আমাকে উদাস করে।
নিঃসঙ্গ রাতে, অসংখ্য তারা
আমি বসে আছি, পাইনাকো তারে,
আকাশের গায়ে একটি চাঁদ
মনে হয় সে, মন ভাবে যারে।
রাত কেটে যায়, তোমার ভাবনায়
আমাকে উদাস করে।
তোমার চোখে, যদি ডুবে যাই
আবার এমন, পাই যদি তারে,
মনে হয় এই শীতের হাওয়ায়
উষ্ণতা মেখে যাব আমি উড়ে।
সময় চলে যায়, দারুণ নিরুপায়
আমাকে উদাস করে।
৪.
ও আমার হাওয়া
তুমি যাইতা নি উড়িয়া
আইতে যাইতে কোথায় থামো
কোথায় করো নাওয়া।
সহজে যাও উড়ে
নাই ঘর ঠিকানা, হায়রে
নাই ঘর ঠিকানা,
উদাস হয়ে থাকি আমি
হয়ে বিমনা।
কত কথা রয় গোপনে
হয় না যে গাওয়া।
মনে লয় যাই উড়ে
তুমি কত চেনা, হায়রে
তুমি কত চেনা,
সুরভি তার যায় ভেসে
হৃদয় দিয়ে কেনা।
শুধু এই মোর সপনও
হয়ে গেছে হাওয়া।
৫.
আজ জ্বরের ঘোরে, উদাস হয়ে
তুমিও কি ভাবছো আমায়- আমাকে,
মনে হয় আমিও বসি, তোমার পাশে
এই হাতে ছুঁয়ে দেই তোমায়- তোমাকে।
আমার সারা শরীল তাপে মগ্ন
তোমার হাত নেই কপালে,
যেন ঝড়ের হাওয়ায় উড়ে গেছি আমি
আর ফুলেরাও ঝরে পড়েছে বিকালে।
কত পাখি যায় উড়ে যায়
বুঝি গান শোনায়- আমাকে।
তোমার হৃদয় জুড়ে থাকা উষ্ণ হাওয়া
যদি ছুঁয়ে যেত আমার শরীলে,
মনে হতো আমার পাশে, বসে আছো তুমি
কোমল পরশ মেখে কপালে।
পৃথিবীর হাওয়া, যায় বয়ে যায়
বুঝি খুজে তোমায়- তোমাকে।
৬.
বাগানে আসিলো ফাগুন
মনেতে জ্বলে আগুন,
নেভাবো কি দিয়া- বলো না
নেভাবো কি দিয়া।
পাখি ডাকে কুহু কুহু
ঘরেতে মন রয় না,
বন্ধু আমার থাকে দূরে
প্রাণেতে সয় না- বলো না
কেমনে রাখি হিয়া।
নদীর জলে ঢেউ জাগে
বন্ধু কথা কয় না,
হৃদয়ের আয়না হয়ে
কেন দেখা দেয় না- বলো না
বাঁচবো কি নিয়া।
৭.
আমার দিন কাটে না
রাত কাটে না, কাটে না প্রহর,
তোমার বিরহ আগুনে হৃদয়
হয়েছে কাতর।
হাওয়া যেমন যায় উড়ে
মেঘের শরীল ছুয়ে,
মনে হয় আমিও যাই
হাওয়ায় বাষ্প হয়ে।
এমন পাষাণ হলাম আমি
যেমন থাকে পাথর।
বৃষ্টি ঝরে ভিঁজিয়ে যায়
পথের সকল ধুলো,
এমন করে ডাকো আমায়
যেমন উড়ে তুলো।
কেমন করে থাকি আমি
ভুলে সকল আদর।
©বেলায়েত মাছুম
ওল্ডহাম/প্যারিস/২০২৩/২০২৪
১.
পাখির মতো যাও উড়ে পাতা
বলো তারে মনে আছে যা’তা
ভোমরা মাতাল এই ফাল্গুনে
লাগে না ভালো তারে বিনে।
সহজে যায় উড়ে হাওয়া
মনে লয় পাই তার ছোঁয়া
মন কি পুড়ে এই আগুনে
লাগে না ভালো তারে বিনে।
কত কিছু আমার চারিপাশে
মরি শুধু আমি সেই পিয়াসে
যদি তার পড়ে যাই মনে
লাগে না ভালো তারে বিনে।
২.
হয়তো তোমার শহরের হাওয়া
আমার শহরে বয়ে যায়
হয়তো তোমায় ছুয়ে আসা হাওয়া
আমার শরীল ছুয়ে যায়।
গাছের পাতারা বুঝি দুলে দুলে
তোমার কথাই শুধু যায় বলে,
কান পেতে শুনি আমি সেই কথা
মনে হয় এ হৃদয়, দেই খুলে।
নিরলে, নিভৃতে বসে আমি
ডুবে থাকি সেই ভাবনায়।
রোদের ঝিলিকে তোমার ছোয়া পাই
হাওয়ার ঠোঁটে তাই রোজ চুমু খাই,
কথার ফোয়ারা শুধু যায় ফুরিয়ে
মনে হয় এই হাওয়া, আমি হয়ে যাই।
দিনগুলো যায় চলে এমন করে
আমি শুধু হই নিরুপায়।
৩.
সাদা সাদা মেঘগুলো, কোথায় উড়ে যায়
আমাকে উদাস করে,
মনে পড়ে শরতের হাওয়ায়, তোমার এলোচুল
আমাকে উদাস করে।
নিঃসঙ্গ রাতে, অসংখ্য তারা
আমি বসে আছি, পাইনাকো তারে,
আকাশের গায়ে একটি চাঁদ
মনে হয় সে, মন ভাবে যারে।
রাত কেটে যায়, তোমার ভাবনায়
আমাকে উদাস করে।
তোমার চোখে, যদি ডুবে যাই
আবার এমন, পাই যদি তারে,
মনে হয় এই শীতের হাওয়ায়
উষ্ণতা মেখে যাব আমি উড়ে।
সময় চলে যায়, দারুণ নিরুপায়
আমাকে উদাস করে।
৪.
ও আমার হাওয়া
তুমি যাইতা নি উড়িয়া
আইতে যাইতে কোথায় থামো
কোথায় করো নাওয়া।
সহজে যাও উড়ে
নাই ঘর ঠিকানা, হায়রে
নাই ঘর ঠিকানা,
উদাস হয়ে থাকি আমি
হয়ে বিমনা।
কত কথা রয় গোপনে
হয় না যে গাওয়া।
মনে লয় যাই উড়ে
তুমি কত চেনা, হায়রে
তুমি কত চেনা,
সুরভি তার যায় ভেসে
হৃদয় দিয়ে কেনা।
শুধু এই মোর সপনও
হয়ে গেছে হাওয়া।
৫.
আজ জ্বরের ঘোরে, উদাস হয়ে
তুমিও কি ভাবছো আমায়- আমাকে,
মনে হয় আমিও বসি, তোমার পাশে
এই হাতে ছুঁয়ে দেই তোমায়- তোমাকে।
আমার সারা শরীল তাপে মগ্ন
তোমার হাত নেই কপালে,
যেন ঝড়ের হাওয়ায় উড়ে গেছি আমি
আর ফুলেরাও ঝরে পড়েছে বিকালে।
কত পাখি যায় উড়ে যায়
বুঝি গান শোনায়- আমাকে।
তোমার হৃদয় জুড়ে থাকা উষ্ণ হাওয়া
যদি ছুঁয়ে যেত আমার শরীলে,
মনে হতো আমার পাশে, বসে আছো তুমি
কোমল পরশ মেখে কপালে।
পৃথিবীর হাওয়া, যায় বয়ে যায়
বুঝি খুজে তোমায়- তোমাকে।
৬.
বাগানে আসিলো ফাগুন
মনেতে জ্বলে আগুন,
নেভাবো কি দিয়া- বলো না
নেভাবো কি দিয়া।
পাখি ডাকে কুহু কুহু
ঘরেতে মন রয় না,
বন্ধু আমার থাকে দূরে
প্রাণেতে সয় না- বলো না
কেমনে রাখি হিয়া।
নদীর জলে ঢেউ জাগে
বন্ধু কথা কয় না,
হৃদয়ের আয়না হয়ে
কেন দেখা দেয় না- বলো না
বাঁচবো কি নিয়া।
৭.
তোমার প্রেমে মুগ্ধ হয়ে
বসে আছি আমি,
শূন্য হৃদয়, আরো শূন্য
বুঝো না কেন তুমি।
হৃদয় জুড়ে যত কথা
সবই তোমার লাগি,
তোমার প্রেমে ছন্নছাড়া
হয়েছি আজ বিবাগী।
যদি তোমার সাথে প্রেম হয়ে যায়
থেমে যাবে এই পাগলামী।
সব কথা যায় ফুরিয়ে
শূন্য, শূন্য লাগে,
কেন তুমি দূরে থাকো
ডাকো না, অনুরাগে।
তুমি বিনে আমার হৃদয় বাগান
থেকে যাবে মরুভূমি।
৮.
বসে আছি আমি,
শূন্য হৃদয়, আরো শূন্য
বুঝো না কেন তুমি।
হৃদয় জুড়ে যত কথা
সবই তোমার লাগি,
তোমার প্রেমে ছন্নছাড়া
হয়েছি আজ বিবাগী।
যদি তোমার সাথে প্রেম হয়ে যায়
থেমে যাবে এই পাগলামী।
সব কথা যায় ফুরিয়ে
শূন্য, শূন্য লাগে,
কেন তুমি দূরে থাকো
ডাকো না, অনুরাগে।
তুমি বিনে আমার হৃদয় বাগান
থেকে যাবে মরুভূমি।
৮.
আমার দিন কাটে না
রাত কাটে না, কাটে না প্রহর,
তোমার বিরহ আগুনে হৃদয়
হয়েছে কাতর।
হাওয়া যেমন যায় উড়ে
মেঘের শরীল ছুয়ে,
মনে হয় আমিও যাই
হাওয়ায় বাষ্প হয়ে।
এমন পাষাণ হলাম আমি
যেমন থাকে পাথর।
বৃষ্টি ঝরে ভিঁজিয়ে যায়
পথের সকল ধুলো,
এমন করে ডাকো আমায়
যেমন উড়ে তুলো।
কেমন করে থাকি আমি
ভুলে সকল আদর।
©বেলায়েত মাছুম
ওল্ডহাম/প্যারিস/২০২৩/২০২৪
1 মন্তব্যসমূহ
ভাইয়া🙆♀️💃😁🤍
উত্তরমুছুন