কিংবা পাবে আবার খুজে অচেনায়-অজানায়, এমনিতো হয়, প্রতিদিন সূর্যদোয় পথের ধূলো উড়ে ধুসর হয়। যে পথ গেছে চলে শেষের পথে এমনকি হয়, তা হারিয়ে গেছে। জানি ও পাড়ে আলো আর এখানে অন্ধকার করে খেলা, যে পথে হাটতে থাকি দু'চোখ ভরে পড়ন্ত বেলা তবু যেতে হবে সীমাহীন দূর পেরিয়ে পথ বন্ধু বন্ধুর।
ফেরার কথা ছিল তার রোদ্দুরে
চুপসে যাওয়া ফুলের গন্ধে বিভোর
লবণ স্বাদ নিয়ে প্রেমিকের ঘরে, উত্তাপে।
সুবর্ণ নদীর থেকে দূরে
এই শহরে, বসন্তে জেগে উঠে
মিছিলে মৃত মাছের চোখের মত,
আর বিষন্ন রথে চেপে একদল মেঘ
ঘুরপাক খায় ধূলোর ভেতর।