আজ ১লা ফাল্গুন। দেশে শীত শেষ হলেও শীতল ভাবটা নিশ্চয় রয়ে গেছে। ইংল্যান্ডেও শীত শেষ হয়ে আসছে, যদিও গত কয়েকদিন ধরে খুব ঠান্ডা আর ঝিরঝির তুষার পড়ল। গাছে গাছে নতুন পাতা, ঘাস শীর্ষ রোদ উঠলেই ঝিকমিক করছে। এখানে, প্রবাসেও বসন্ত আসছে। সবাইকে বসন্তের শুভেচ্ছা।
১.
পাতার শব্দে পাতা
জেগে উঠে ঘুমের লহর হতে
আয় ঘুম বলে
গান গায়
এক শহুরে কথক পাখি।
২.
মা পাখি পাতার গল্প বলে
সবুজ পাতার
হলুদ পাতার
শিস দিয়ে শোনায় পাতার গান
সন্ধ্যা নেমে এলে পাতায় পাতায়।
৩.
গাছেরা ভ্রমণে যায়
গাছেদের অসুখ হলে
গাছেরা নাচতে থাকি
তুষারি ঠান্ডা হাওয়ায়।
৪.
এক পাতাবাহার গাছ- উঠান ছাড়িয়ে উঠে গেছে জানালার কাছে।
রঙিন পর্দায় আঁকা আছে ছবি।হেমন্ত শেষ হয়ে এলে- তবু পাতা বাহার
গাছ উঠতে থাকে জানালার দিকে। জানালা ভুলে গেছে আকাশের রঙ।
৫.
ঝরে গেলো পাতা, ঝরে গেলো ফুল
ধুলোর উপর- হাওয়ার তোড়ে
ভেসে গেলো;
দূর হাওয়া শুনালো
ঝরা দিনের গান, তুষার ছুয়ে
দিলে গুন্জন উঠে- বসে থাকে
পাতা শুন্য গাছ।
৬.
ঘাসের শরীর আকড়ে শুয়ে থাকে তুষার
চুমোর আসক্তি নিয়ে ফিরে আসে রোদ;
তুমুল লু-হাওয়ায় উড়ে যায় ধীরে
অ্যাশ গাছের গোড়ালি হতে শুকনো মর্মর পাতা।
৭.
তবু গ্রীষ্ম আসে
গ্রীষ্মের মতো রোদ নিয়ে
গাড়ীর গ্লাস ভেদে-
প্রেমিকার চোখে সুপ্ত পুরনো
প্রেমের আভা নিয়ে।
৮.
জানালাকে দূর অতীত ভাবা যায়-
কুয়াশায় প্লাবিত চৌকাঠ পরে নিঃসঙ্গ ছায়া
ভেঁজা স্যাঁতসেঁতে হাওয়ায় ওত পেতে রয়;
ছেড়া ছেড়া অন্ধকার ঘিরে রাখে চারদিক
সুষম জোছনা আগলে রাখে অপুষ্পক ফুলের হাসি।
৯.
পাতাদের কথা ভাবা যায় শীতে
উৎসব ফুরিয়ে এলে হেমন্তের আগে
কিছুদিন আরো পাতাদের স্মৃতি
গল্পের ছলে বলা যায় আরো পাতাদের কাছে।
১০.
দামেস্ক শহর ঘুরে আসা যায়
উদ্বাস্তু হাওয়ার খবরা-খবর যে তটরেখা ধরে হাটতে থাকে
শীতের রাতে;
ফুলের ভঙ্গুর পাপড়ির শরীর হতে
বসন্তের গন্ধ ঝরে গেলে আরো বহুবার
প্রাচীন গাথার দৃশ্যকল্পে ঘুরে আসা যায়
দামেস্ক শহর হয়ে।
ওল্ডহাম/২০১৭
© বেলায়েত মাছুম
© বেলায়েত মাছুম
0 মন্তব্যসমূহ