সিলেটি ভাষায় কবিতা | নাগরী হরফে | আমারে কেউ কেউ পড়শি ভাবইন | বেলায়েত মাছুম - বেলায়েত মাছুম সিলেটি ভাষায় কবিতা | নাগরী হরফে | আমারে কেউ কেউ পড়শি ভাবইন | বেলায়েত মাছুম

সিলেটি ভাষায় কবিতা | নাগরী হরফে | আমারে কেউ কেউ পড়শি ভাবইন | বেলায়েত মাছুম

sylheti Nagri script



সিলেটি ভাষায় কবিতা ''আমারে কেউ কেউ পড়শি ভাবইন'' এত সাড়া পেয়েছে যে আমি অভিভুত। অনেকে পড়ছেন, অনেকে পড়ে বার্তা পাঠাচ্ছেন। সবকিছু মিলিয়ে আমি আনন্দিত। এই আনন্দ থেকে চিন্তা এলো সিলেটি নাগরী লিপিতে  ঐ কবিতাগুলো লিখলে কেমন হয়? লিখতে গিয়ে কিছু সমস্যায় পড়তে হয়েছে চর্চার অভাবে। তবু চেষ্টা করলাম, প্রচুর ভুল থাকার সম্ভাবনা আছে। গুগল কী বোর্ডে  নাগরী থাকলেও ব্লগস্পট সমর্থন করছে না। তাই ছবি আকারে প্রকাশ করতে বাধ্য হলাম। সকলের প্রতি ভালবাসা।













©বেলায়েত মাছুম
প্যারিস/২০২৩

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ