আরও দুই পংক্তি | বেলায়েত মাছুম - বেলায়েত মাছুম আরও দুই পংক্তি | বেলায়েত মাছুম

আরও দুই পংক্তি | বেলায়েত মাছুম

আরও দুই পংক্তি- বেলায়েত মাছুম



১.
আমি কারে স্মরণ করবো?
সবচেয়ে বেশি মনে পড়ছে আমাকে।

২.
আমার পোষা কোন কুকুর নাই,
কল্পনার রশিতে নিজেকে বেঁধে হাটতে বের হই।

৩.
এক বেঞ্চি থেকে আরেক বেঞ্চিতে বসি,
একটা মৌমাছি এক ফুল থেকে আরেক ফুলে।

৪.
হাওয়া উড়ে যাচ্ছে, পাতাও
আমার পা আছে দাড়াতে পারি না।

৫.
দূরত্ব মাপা যায়, কিন্তু দূর থাকা?
দাত ব্যথার মতোন অসহ্য বাড়ছে।

৬.
ছোটরা প্রতি বিকালে স্কুল ছুটি পায়
বুড়োদের স্কুল আছে, ছুটি নাই।

৭.
ঢেউ এর জন্য কারে অভিবাদন দিবো
নদী না কী জলকে?

৮.
জানালা খোলা আছে, কিন্তু চোখ?
মৃতের মতো আঁধার পোষে রাখে।

৯.
কাল বড় হয়ে যাব
বুড়ো হব না।

১০.
রোদে রাখছি পা, ঘাসেও
ডানা নাই পাখী উড়তে পারছে না।



আরো পড়তে ক্লিক করুনঃ শুধু দুই লাইন




 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ