শুধু দুই লাইন | বেলায়েত মাছুম - বেলায়েত মাছুম শুধু দুই লাইন | বেলায়েত মাছুম

শুধু দুই লাইন | বেলায়েত মাছুম



১.
যে নদীতে ভাসাই তরী জলে করে টলমল
জল নিশিতে আনতে গিয়ে জলেতে অতল

২.
যে ক্লেশে জলে যায় তার ভাসান রোগ হয়-
হাওয়ার ভারে জাগে ওজন হারানোর সংশয়

৩.
কোন জানালায় ঝড়ে পুড়ে কান্না
জল হয়ে বৃষ্টি ফোটে অশান্ত আঁষাঢ়ে

৪.
নদীতে ঢেউ জাগিলে জল কেন দোলে গো
মাটিতে পৈতা রেখে মাথা কার কোলে গো

৫.
নীল ছুয়ে ঘ্রাণ, মন ছুয়ে  জল
আঁধার মেখে উড়ে প্রিয় মেঘদল

৬.
আয় ফিরে ঘর, মন, ফেরা কি হয়?
ফেরার কথা ছিল হায়, ছিল সংশয়
৭.
যে বাতাসে ফুল ঝরেনা, অনুরাগে
নোনা জলে ঢেউ জাগে, বিবাগে

৮.
যে শহরে আমি আগুন্তুক, সে শহর কি তোমার নয়
এই শহরে হিজল ঝরেনা,তবুও পাখির কিসের ভয়

৯.
বৃষ্টি ফোটায় আহত ধুলো
আর প্রাণ ফিরে পায় পাতা সকল

১০.
আমি পাখীদের কথা ভাবি আর মানুষের
পরস্পর ঘুরতে ঘুরতে তারা কোথায় যায়


    

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ