নি:সঙ্গতার একশ বছর: গাব্রিয়েল গার্সিয়া মার্কেস - বেলায়েত মাছুম নি:সঙ্গতার একশ বছর: গাব্রিয়েল গার্সিয়া মার্কেস

নি:সঙ্গতার একশ বছর: গাব্রিয়েল গার্সিয়া মার্কেস

অসাধারণ একটি বই, যেখানে ফুটে উটেছে শতাব্দী কাল ব্যাপি একটি পরিবার ও তার চারপাশ।
মার্কেস গবেষকের মতো দেখিয়ে দিয়েছেন মানুষ চিরকালীন নি:সঙ্গ।
এবং তা সত্যি ও বটে, আমি আমার নিজের দিকে তাকাই,দেখি এক নি:সঙ্গ, যা শুরু হয়ে ছিলো হয়তো জন্মের আগে কেননা আমার পিতা, পিতামহ, আরো আগের জন্মের স্বজনরা ও নি:সঙ্গ ছিলো, কালান্তরে
আমি নি:সঙ্গ বলে।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. ঠিকই তো। মানুষের গোটা বেঁচে থাকাটাই আসলে এক নিঃসঙ্গতার প্রবাহ অথবা প্রবহমান নিঃসঙ্গতা।

    উত্তরমুছুন