লাল জুলাই | বেলায়েত মাছুম - বেলায়েত মাছুম লাল জুলাই | বেলায়েত মাছুম

লাল জুলাই | বেলায়েত মাছুম







১৭ জুলাই ছিলো আমার জন্মদিন। প্রতি বছর এই দিনে কিছু লেখা পোস্ট করার চেষ্টা করি। কিন্তু এই বছর আর হলো না। যদিও পরিকল্পনা মতো লেখা তৈরি ছিলো। বৈষম্যবিরোধী কোটা আন্দোলন রুপ নিলো স্বৈরাচার বিরোধী আন্দোলনে। ততদিনে কয়েক'শ প্রাণ ঝরে গেছে স্বৈরাচারের হাতে। এদিকে আমি ইউরোপের এক শহর থেকে আরেক শহরে দৌড়ানোর জন্য তৈরি হচ্ছিলাম। কোনদিকেই ঠিকমতো মনোযোগ দিতে পারছিলাম না। তারমধ্যে একটিমাত্র কবিতা লেখার সুযোগ হয়েছিলো।




রক্তের পেয়ালা হাতে বসে আছো শ্যাম
পান করো—
পান করো —
আর মৃতের সৎকার হবে এমন দিন—
তুমুল ঝড় হয়ে থেমে যাবে তোমার ঠোঁটে।


তোমার তৃষ্ণা মেটেনা
আরো পিয়াসী হয়ে রক্ত খুজে বেড়াও—
কোথায় এমন রক্ত গোলাপের ঝার?
আমি দিতে পারি যদি তুমি আরো চাও।

পান করো—
পান করো—
আর ডুবতে থাকো রক্তের গ্লাস ধরে।



প্যারিস
২৪/০৭/২০২৪

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ