মাছরাঙা, গোলাপ এবং তুমি | বেলায়েত মাছুম - বেলায়েত মাছুম মাছরাঙা, গোলাপ এবং তুমি | বেলায়েত মাছুম

মাছরাঙা, গোলাপ এবং তুমি | বেলায়েত মাছুম


 

মাছরাঙা

আমার ভিতরে আছে এক মাছরাঙা সহজে ডুব দেয় জলে
কত গভীর হয় নদী  কত সহজে পুড়ে যায় বন
উড়ালে উড়ালে দিন হাওয়ার ভাঁজে পৌছায় সে আওয়াজ
যেন সেই কাকতাড়ুয়ায় ফুল— মোমের ভারে
জ্বলছে কোথাও আগর— ঢেউয়ের ঠোঁটে শিষ— উৎসব শেষ
ভিতরে ভুভক এক পাখি— এক নিরাময়ী শ্মশান
মাছরাঙা পাখির থেকে— আমার ডুবছে বেলা।


কলতান

শোনা যায় কলতান— শোনা যায় গান
পৃথিবীতে আছে পাখি— আছে সংসার
বাগানে মৃত সেই ফুল— অবিমল দিন
কোথাও ফুরায় সে রাত— তৎপর অধিক।


জানালা

কেউ ফেলে গেছে স্মৃতি—
কোথাও পড়ে আছে বন ঘোরা পাখি,
উৎসবহীন মৃত দু'টি চোখ—
পৃথিবীর পথে চেয়ে আছে অপলক।

দূর থেকে শোনা যায় গান—
বাঁশিটি রেখে গেছে পলাতক হাওয়া—

কল্পিত রোদ ঘিরে আছে জনপদ—
হাসির আড়ালে সেই বিনোদ পাথর,
জানালার দু'টি পাট দু'দিক জুড়ে
কার স্মৃতি আগলে রাখে হাওয়ার জামায়।


প্রেম

ফুটে  আছে  মৌ মৌ ফুল
সমুদ্রের ধারাপাত নিয়ে—

আমিও দাড়াবো ভাবি— সংকট হয়ে।

কোথায় পাখিরা যায়, কোথায় বাঁধে ঘর
তুমি নাই বুঝি— এমন হাওয়া—
দাড়ায় আমার দুয়ারে এসে


তুমি

কাল তুমি কোথায় ছিলে এমন ভাবি
কোথায় পড়ে রইলো অবুঝ ইশারা—

আমার পা মেতে আছে উৎসব নিয়ে
কোথাও আমি নাই তোমার কাছে—
যাত্রা ভুলে যদি ডাকতে যাই
শব্দের কানাগলি কার নামে নাচে—

কাল আমি শুয়ে রবো ঘরে
অযুত তারার একটি ছায়া রূপ হয়ে।


পাখিটা 

পালক নিয়ে উড়ে গেছে পাখি
সবুজ বনের দিকে—
আমার চোখেরা তন্দ্রাহত আজ
এই বুঝি শহর ছেড়ে পলাকত হবে।


বৃষ্টি

ঘোরের ভেতর হতে ঝরে পড়ছে ধ্বনি—
উৎসবে মেতে আছে জানালার ফ্রেম,

ক্রমশ তলিয়ে যাচ্ছে হাওয়া
ক্রমশ ঝুলি আছি বৃষ্টির ফোটা হয়ে
যদি পড়ে যাই—
যদি তোমারে ডাকতে গিয়ে দেখি
আশংকা দাড়িয়ে আছে দরজায়।

ঝরে যাওয়ার মওসুম বুঝি শেষ—
তবু হেমন্তের হাওয়ায়
নেমে এসো অকাল বৃষ্টি হয়ে।

আধা শীতের ভোরে

সবুজ পাতারা ঝরে গেল রাতে
অন্ধের লাঠির মত নগ্ন করুন ডাল—
আমারে ডাকতে গিয়ে শুনলো একটি শিয়াল
আধা শীতের ভোরে—

কুয়াশা ভেঙে পাতারা কোথায় ওড়ে গেল?
উষ্ণ মেঘের ঢেরায়—
হেমন্তের কঙ্কাল মোড়ানো কাঁথা
ফাঁদ  পেতে আছে—

সবুজ পাতারা কোথায় ওড়ে গেল
ঠিকানাবিহীন তারগুলো চেয়ে আছে রাস্তায়।


গোলাপ

প্রথম গোলাপের মত শুকিয়ে আছো—
আর কোন বিশেষনে নাই,
সকল অন্বেষন থেমে আছে প্রায়।
মৃত তারায় ভরে আছে দূর আকাশ
আর নামহীন মেঘেরা
ছুঠে চলেছে—
খাতার ভাঁজ খুলে
পড়বো তোমায় আবার।


কথা

ঘড়ির দিকে চোখ চলে যায়
কোন জনপদ ঘুরে কথার আওয়াজ
আমার কানের পাশে থামে।

আমি কী মঁজে আছি?

সুরের মলাট হয়ে আগলে রাখছে আমায়
শব্দের মাঠ—
দৌড়ে পালাবো এমন দূর নাই—
এমন ফাল্গুন—
আমার কানের পাশেই থামে।

মঁজে আছি তোমার কথার মদে।



©বেলায়েত মাছুম
প্যারিস,২০২৪

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ