কে বেশি দূর | বেলায়েত মাছুম







১.
আমি যেন নাই—
দুপুরের হাওয়া ওড়ে গেল দূরে,
সস্তায় কেনা সিগারেট
ধোয়ায় মাতোয়ারা বনে—
খুজতে গেলাম পলাতক রোদ।


২.
শূন্য রেখে গেল কে?
ডাকতে ডাকতে তার নাম
উজার হয়ে গেছে পৃথিবীর সকল বাগান।


৩.
কে বেশি দূর?


৪.
বসে আছি
না প্রতিক্ষায়—
না উড়বার ডানায়।


৫.
সন্ধ্যা ডাকছে আবার
তুলকালাম করে ঢুকে যাব
এমন দরজার ঠিকানা নাই জানা।


৬.
কাল থেকে আবার ঘুরতে যাবো হয়তো
ফেরার কোন তাড়া থাকবেনা,
মেট্রোতে চড়ে শেষ স্টেশন
জুতোতলা বারবার ঘেমে উঠছে।


৭.
মাতাল পাখিটি ওড়ে যাচ্ছে
হাওয়ার নাই ডানা—
যোগাযোগবিহিন পড়ে আছি আমি
দূরে কোথাও উৎসব—
তোমার আলিঙ্গন ভুলে
মেঘেরা আজ এমন পলাতক হল কেন?


৮.
আরো মাতাল হলে আমি উড়তে থাকি—
সবুজ বনভূমির দিকে
থাক করা আছে করাতকলের গুলি;
আমি উড়তে উড়তে ছাই হয়ে যাই।


৯.
সিগন্যালে লাল বাতি হয়ে জ্বলে আছি
দাড়াবো, এমন ইশরা কোথাও নাই,
গল্পের ছলে ঘুরে এলাম অতল
যদি তোমার দেখা পাই।


১০.
রাস্তা'ই হেটে যাচ্ছে যেন আমাকে রেখে
কপালের ঘাম, মৃত পাখিটির ডানা
উড়তে পারছে না আর পৃথিবীর হাওয়ায়।

স্বপ্নে যত কলাকুশলী ছিল
তাদের নাম মনে করতে করতে
আবার তলিয়ে গেলাম স্বপ্নের ভেতর।

আমাকে ছেড়ে চলে যাচ্ছি আমি
এমন ঘোরের ভেতর জেগে থাকি—
আর উড়তে পারবোনা জেনে
মাতাল হওয়ার তদবির করি


© বেলায়েত মাছুম
ভলতেয়ার/প্যারিস/২০২৩