বেলায়েত মাছুম
,
  • বাড়ি
  • কবিতা
  • গদ্য
  • প্রযোজনা
  • সংযুক্তি
    • অ-কথা
    • সংকলন
      • অঞ্জন দত্তের গান
      • শাহ্ আব্দুল করিমের গান
      • কল্পকান্ত সদাই'র গান
      • অ-সংযোগ
    • ভ্রমণ
    • আমি
  • ISSUU
  • বই
    • আমাদের দীর্ঘ সাক্ষাৎকার বিষয়ে
    • পাখীদের পানশালায়

 



১.
তুমার আত থাকি কুন্তা খাইলে
তুমার চউখো চউখ পড়লে
 আমি টাল অইজাই
পাতা যেলা পরি থাকে ঘাসর উপরে
মনো অয় আমিও পরি থাকি
হারাদিন, বিয়ান থাকি হাইন্জা।
আমার বেইল নাই অইজায়
কোন কামো আর মন বয় না
মনো অয় হাঝর লাখান উইড়া যাই
আর মেঘ অইয়া তুমার উপরে ঝইরা পরি।


২৭/০৯/২০
সুইন্টন

২.
বাড়ির চাইরোবায় মুর্তার ফুল ফুটে
আর অউ ফুল থুকাই থুকাই আমরা বড় অইগেলাম,
হপ্তা ঘুরি ঘুরি শুক্কুরবার আয়
টুপাটুপির ভাত রান্ধা অওয়ার মতো-
মাঝ উঠানোর বেইল যেলা যায় যায় করে
ঠিক অউলা আমরা হকল চেছিত বই থাকি।

বাড়ির চাইরোবায় অউ মুর্তার ফুল পরে
আমরা থুকাই আনি মালা গাততাম চাই-
পুতুল খেলার দিনর লাকান
একোদিন করি আমরার দিন কই চলি যায়
অতা ভাবতে ভাবতে বিয়ার দিন সমাগত অয়।

আমরা মুর্তার ফুল থুকাইতে থাকি
ই ফুলে মালা গাথা যায় না,
এমন নরম শরীল কে বানাই দিলো
কই থাকি ই ফুল আমরা বাড়ির চাইরোবায় ফুটে
আমি ই উত্তর পাইতাম করি গোরস্তানও যাই
যেখানো এবলা মানুষ নায় তারা ঘুমাই থাকইন।


২৮/০৯/২০
সুইন্টন

৩.
আম্মায় হুনাইবা গিত
অউ আশা লইয়া এবো হাইন্জা অয়
আস মুরুগ ডাকি ডাকি ঘরো উঠিজায়
গোয়ালাত বান্ধা গরুর লাখান
আমিও তান বায় চাইথাকি।

ইলা দিন কত অইছে গত
জারমুনির তলে নাক বাউঅয়াই পুতি রইছি;
আওরর পানিত , খালর পানিত
মাছ ধরার বাওয়ে শরীলো ফেক মাখিলাইছি।

আম্মায় হুনায়বা গিত
এরলাগি আমরা ভাই-বইন বইথাকি লাগে
রইদ মেঘ সব বাদে হাইন্জা নামে
আমারার উঠানো
অউ আশা লইয়া ঘুমানিত যাই।

২৮/০৯/২০
ওল্ডহাম

৪.
এবলা আমি তোমার থাকিন দূর ঘর বান্দি
বনর পাখিরে হুনাই গিত
ইজলর তলে বইয়া তন্দ্রাত যাই
তোমার বদন আমার চউখো ভায়।

ফুটা ফুটা মেঘ ঝরে
এর লাগি আমি ঘরো থাকি, আর
তোমার ছবি আয়নাত দেখি

ইজলের তলে আজার আজার ফুল
মালা গাততাম করি
তোমার গলা মুখায় চাই
তোমার হাত থাকি আমি দূর চলি যাই
আমার ঘর থাকি তোমারে আরাই

১৯/১১/২০
ওল্ডহাম

৫.

আমি যেখানো উবাই
মাথার উপর আসমান থাকে
চান থাকে. হাঝ থাকে
তোমার আত থাকেনা।

আটি আটি কত দূর যাই
সাগরর পাড়ো
পারর উপরে
বনর ভিত্রে
তোমারে পাইনা

আমি যেখানো যাই
হাওয়া ও আয়
ফুলর গনেরা ঘুরে
তোমার চুলর গন পাইনা


১৯/১১/২০২০
ওল্ডহাম

৬.

একটা গাছ থাকি একটা পাতা পরে
দূর থাকি দেখি
কিলা দুলতে দুলতে
বাতাসর লগে নাচতে নাচতে
রংগিলা ধুলার উপর পরে।

কই থাকি অউ বাতাস আয়
গাছর পাতারে ছোয়
ধুলারে উড়াইয়া নেয়

একটা গাছ থাকি আরকটা গাছ দেখি
একটা পাতা আরকটা পাতার উপরে পরে


১৯/১১/২০২০
ওল্ডহাম


৭.
পড়শির ঘর থাকি পড়শির ঘরো যাই
আমার ঘর পাইনা
দূর বিদেশ ঘুরতে ঘুরতে
পড়শির দরজাত উবাই

আমার পাও নাই
পাখনাও নাই
চউখ বন্ধ করি
তবু ঘুরাত যাই

আমারে কেউ কেউ পড়শি ভাবইন
তারার ঘরো দরজা নাই
জানলা নাই
আসমান আছে

আমি তারার দরজাত উবাই
তারারে আমি পড়শি ভাবি
তারা আমারে ভাবইন
এর লাগি দূরই থাকি।


১৯/১১/২০২০
ওল্ডহাম






 



হঠাৎ একদিন ধান পাতার কথা মনে পড়লো। ভাবি একদিন আমাদের বাড়ি থেকে নেমেই ধানখেতের পাশে দাড়াই আর কয়েকটি ধান পাতা আমার মুখের উপর উড়তে থাকুক।



১.
মৃত ধান পাতারা উড়ে উড়ে যায়
সকাল নাই, বিকাল নাই— দুপুর গড়ায়
মৃত ধান পাতারা উড়ে উড়ে দূর চলে যায়


বাসস্টপে আমি— বাস গুলো দাড়ায়
আমার তাড়া নাই
তবু ঘুরে ঘুরে সন্ধ্যার বাসে উঠে বসি
জানলায় মৃত ধান পাতা উড়ে
আমার সময় যায়—


যেন সেই মদ খাওয়া লোক
পায়না তার ঘর
ভাবে—
পৃথিবীর সকল দরজা আছে খোলা—
দুলতে দুলতে কার দুয়ারে দাড়ায়
আর মৃত ধান পাতারা উড়তে উড়তে কোথাও চলে যায়।




২.
আর মৃত ধান পাতারা উড়তে উড়তে কোথাও চলে যায়
আমি বসে থাকি বাসস্টপে— তাড়া নাই
সন্ধ্যায় ফেরা বাসে করে দূরে যেতে থাকি
মায়ের থেকে বাবার থেকে—
যেখানে ধান ফুল ফুটেনা কৃষক নাই
বোনের থেকে ভাইয়ের থেকে—
আমি দূরে যেতে থাকি আর ধান পাতারা
আমার মুখের কাছে উড়তে থাকে।


৩.
ধান পাতারা আমার মুখের কাছে উড়তে থাকে
জানালায় গ্রীল আছে তবু সন্ধ্যা-পাখীর ডাক শুনি
তন্দ্রায় আপ্লুত চোখ নিয়ে পৃথিবীর কোথাও দাড়াই
ভাবি আমার তাড়া নাই তবু জোর পায়ে হাটি।

আমার মুখের কাছে ধান পাতারা উড়তে থাকে
শৈশবের বাড়ি থেকে দূরে এক প্রাচিন উৎসবে
আমি কোথাও যাব ভাবি এমন আরো সংসার হলে

ধান পাতারা যখন হাওয়ার পাশে হাওয়া হয়ে উড়ে
মনে হয় আমিও উড়ে যাই বাড়ির প্রান্তর ছিড়ে।


৪.
আমি উড়ে যাই না— ধান পাতা উড়ে
আকাশে আকাশে— বাতাসে

বাস স্টপে দাড়িয়ে বাসের মতন
কে যেনে ডেকে যায়— ডেকে যায়
কোথাও উড়িনা আমি— ঘুরিনা কোথাও
ধান পাতা বসে থাকে মুখের উপর।

উড়ে উড়ে ধান পাতা উড়ে যায়
আমার তাড়া নাই— দূরে যাই।


৫.
আমার তাড়া নাই তবু ধান পাতা উড়ে
দূরে বনের দিকে— আরো দূরে
আমার সংসার নাই, তবু মৃত ধান পাতার দল
করুন মুখের তলে— উৎসব শেষে

তুমুল আকাশ ধ্বনি— তুমুল আমার ভেতর
উড়ার শঙ্কা যেন ততদূর উড়ে
আমার তাড়া নাই, তবু মৃত ধান পাতা আজ
থাকে পরম অশোক জুড়ে— তর্জনী ছুয়ে



৬.
আমার তর্জনী নিয়ে যাচ্ছে হাওয়া
আর এক মৃত ধানপাতা—
উড়ে উড়ে সারাদিন আমার পায়ের কাছে
পৃথিবী ভ্রমণের স্মৃতি নিয়ে আসে।
পড়শীর উৎসব শেষ
তবু কিছু জনতার উষ্ণ অভিনন্দন
ধান পাতার দিকে —ধীর মিছিলের মতো—
উড়তে উড়তে শোক হয়ে যায়।

আমার তর্জনী উড়ে যাচ্ছে হাওয়ায়
ভিনদেশী খড়ের আলিঙ্গনে—
যেন মেতে থাকে সে আমারই ঘরে
পোষা মোমের অলংকার —পুড়ে পুড়ে যেমন কিছু ছাই—
উড়তে পারেনা ডানা নাই বলে।

মৃত ধান পাতার শরীরে মেতে থাকে হাওয়া
আমার চোখে শুধু ঈর্ষাই জমা হয়—
কোণে কোণে যেমন তুফান —আর নদী—
আর সকল ফুলের কলি ঝরে—
সেই মতো যেন আমার বিশ্বস্ত তর্জনী
ভেঙ্গে পড়ছে তোমার পুরনো দুয়ারে কেবল।



৭.
তোমার পুরনো দুয়ারে কে থাকে বসে
ধান পাতার মতন
শুনায় মরমীয়া গান—
সেই পুরনো সুরে— উড়ে উড়ে।
পাখীরা যেন হয়ে গেছে পলাতক
ঘর নাই আর, শুধু হাওয়ায়—
দুপুরের আগে সেই ধান পাতার মতন
আগলে রাখে তোমার কপাল।



৮.
তোমার কপালে ঘাম
সন্ধ্যা নামছেই না পৃথিবীর গায়ে,
তবুও আমাদের বাড়ি ঘিরে উৎসব—
তবুও তোমার কপালের ঘাম
মুছে দিতে নেই মানুষের এমন কোন হাত।

তুমি যেদিন পলাতক হবে
রবিবার শেষ—
আঙিনায় থাকবেনা জবা ফুলের ঢালি,
বাড়ির সকল দরজায়
তোমার মুখের মতো
পড়ে থাকবে আগনের ধান পাতা সকল।



৯.
আগনের ধান পাতা পোড়ানো শেষ
বাতাসে উড়ছে ছাই
আমার চোখের ভেতর কাজলের বন
তুমি আজ বাড়ি নাই।

কাল থেকে লোক আর পড়শীর ঘর
চোখের উপরেই উড়ে
দরজায় পড়ে আছে দু'তলার সিড়ি
পা দিলেই যায় পুড়ে।

আগুনের কাছে মেলে দেও কোল
জলের অতলে পা
দেখা হলোনা আর না দেখা চোখে
কেবলই বাঁধো খোঁপা।




নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

Translate

বেলায়েত মাছুম

নির্বাচিত লেখা

মনে হয় আমি হাওয়া হয়ে যাই | বেলায়েত মাছুম

১. মনে হয় আমি হাওয়া হয়ে যাই। আব্বার কবরের পাশে অচেনা এক লোকের মতো বসে থাকি। ধীরে- দূর পাহাড় থেকে ভেসে ঘোরা মেঘের সাথে চলতে থাকি। ঘাসের সাথে ...

সেরা পাঁচ

  • ধান পাতারা উড়ে উড়ে যায় | বেলায়েত মাছুম
      হঠাৎ একদিন ধান পাতার কথা মনে পড়লো। ভাবি একদিন আমাদের বাড়ি থেকে  নেমেই ধানখেতের পাশে দাড়াই আর কয়েকটি ধান পাতা আমার মুখের উপর উড়তে থাকুক। ১....
  • সিলেটি ভাষায় কবিতা | আমারে কেউ কেউ পড়শি ভাবইন | বেলায়েত মাছুম
      ১. তুমার আত থাকি কুন্তা খাইলে তুমার চউখো চউখ পড়লে  আমি টাল অইজাই পাতা যেলা পরি থাকে ঘাসর উপরে মনো অয় আমিও পরি থাকি হারাদিন, বিয়ান থাকি হাই...
  • আমাদের দীর্ঘ সাক্ষাতকার বিষয়ে বই থেকে দশ কবিতা | বেলায়েত মাছুম
    নৈশ সভা নৈশ সভায় কোন গল্প হয় না পরস্পরের খোঁজ-খবর কিংবা পাখির কথা; নিশিতে যে ডেকে উঠে জানালার পাশে ঘাস কাটা যন্ত্রের শব্দ নিয়ে- তার কথা কোন...
  • দিনলিপি | বেলায়েত মাছুম
    ১. এইভাবে একদিন লিখে রাখি জানালার কথা, দক্ষিণের হাওয়ায় ভাসা ফুলের রেণু,পাখির পালক হতে গুনগুন আওয়াজ; শব্দের ভেতর কাঁপা শোভন আলো, পা...
  • গত হওয়া শীত কিংবা বসন্তের কবিতা গুচ্ছ | বেলায়েত মাছুম
    আজ ১লা ফাল্গুন। দেশে শীত শেষ হলেও শীতল ভাবটা নিশ্চয় রয়ে গেছে। ইংল্যান্ডেও শীত শেষ হয়ে আসছে, যদিও গত কয়েকদিন ধরে খুব ঠান্ডা আর ঝিরঝির তুষার...

গোলা । উগাড়

  • ►  2022 (6)
    • ►  ডিসেম্বর 2022 (1)
    • ►  নভেম্বর 2022 (1)
    • ►  অক্টোবর 2022 (1)
    • ►  জুলাই 2022 (1)
    • ►  মে 2022 (1)
    • ►  এপ্রিল 2022 (1)
  • ▼  2021 (7)
    • ►  সেপ্টেম্বর 2021 (1)
    • ►  জুলাই 2021 (2)
    • ►  জুন 2021 (1)
    • ►  মার্চ 2021 (1)
    • ▼  ফেব্রুয়ারী 2021 (2)
      • সিলেটি ভাষায় কবিতা | আমারে কেউ কেউ পড়শি ভাবইন | বে...
      • ধান পাতারা উড়ে উড়ে যায় | বেলায়েত মাছুম
  • ►  2020 (9)
    • ►  অক্টোবর 2020 (1)
    • ►  সেপ্টেম্বর 2020 (1)
    • ►  জুলাই 2020 (1)
    • ►  জুন 2020 (1)
    • ►  মে 2020 (1)
    • ►  মার্চ 2020 (1)
    • ►  ফেব্রুয়ারী 2020 (2)
    • ►  জানুয়ারী 2020 (1)
  • ►  2019 (3)
    • ►  অক্টোবর 2019 (1)
    • ►  জুলাই 2019 (1)
    • ►  মে 2019 (1)
  • ►  2018 (5)
    • ►  ডিসেম্বর 2018 (1)
    • ►  জুন 2018 (1)
    • ►  মে 2018 (2)
    • ►  ফেব্রুয়ারী 2018 (1)
  • ►  2017 (6)
    • ►  আগস্ট 2017 (1)
    • ►  জুলাই 2017 (1)
    • ►  জুন 2017 (1)
    • ►  মার্চ 2017 (1)
    • ►  ফেব্রুয়ারী 2017 (1)
    • ►  জানুয়ারী 2017 (1)
  • ►  2016 (8)
    • ►  ডিসেম্বর 2016 (3)
    • ►  জুলাই 2016 (1)
    • ►  জুন 2016 (1)
    • ►  মে 2016 (1)
    • ►  ফেব্রুয়ারী 2016 (2)
  • ►  2015 (30)
    • ►  ডিসেম্বর 2015 (3)
    • ►  নভেম্বর 2015 (2)
    • ►  জুলাই 2015 (2)
    • ►  জুন 2015 (3)
    • ►  মে 2015 (7)
    • ►  এপ্রিল 2015 (6)
    • ►  মার্চ 2015 (1)
    • ►  ফেব্রুয়ারী 2015 (3)
    • ►  জানুয়ারী 2015 (3)
  • ►  2014 (8)
    • ►  নভেম্বর 2014 (4)
    • ►  অক্টোবর 2014 (4)
  • ►  2010 (17)
    • ►  আগস্ট 2010 (5)
    • ►  জুন 2010 (1)
    • ►  এপ্রিল 2010 (11)

বিষয়

অ-কথা অ-গদ্য কবিতা গান ছবি প্রেমের কবিতা ভ্রমণ English Poetry
Blogger দ্বারা পরিচালিত.
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.


আপনার সাহায্য পেলে বিদ্যানন্দের কাজ আরো সহজ হবে। বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

অন্যজন

  • মীর রবি
  • মুনিরা মেহেক
  • মুরাদুল ইসলাম
  • সুহান রিজওয়ান

যোগাযোগ

নাম


ইমেল *


বার্তা *


Copyright By Belayat Masum | Designed By OddThemes | Distributed By Blogger Templates