পর হাওয়ার পরশ | বেলায়েত মাছুম


পর হাওয়ার পরশ- বেলায়েত মাছুম

১.
গাছেরা কোন কথা বলছেনা আর
মাত্র জমলো পাতাদের সংসার
উড়াল রোদের চোখে ঘুম-
উদ্বাস্তু হাওয়া ছুয়ে দিচ্ছে বারেবার।

২.
বিদেশি হাওয়ায় দুলছে পাতা
উঠানে লাউ ঝার- ঠগবগ, ঠগবগ
সাদা সাদা ফুল ঝরছে শুধু
ঘাসের উপর, সারা দুপুর।

৩.
মনে হয় ঘাসের মতোন
গলাকাটা-
পড়ে আছি নিজের উপর।

৪.
রোদ-
যেন আগুন্তুক অতিথি
ঘরে ফিরছে, ফিরে আসার জন্য।

৫.
বৃষ্টিতে মেতে আছে পাতার বন
পাথর কণা, ঘাসের মুখ
বাঁজিয়ে শুনাচ্ছে যেন দোতরা সুর।

৬.
ঝুমুর বাঁজাচ্ছে কেউ
সোনারোদ মাখছেনা পাখির পালক

কেউ গাইছেনা গান
কেউ শুনছেনা আর ঘড়ির আওয়াজ

চারদিকে মনে হয় আলেয়ার ঘোর
ঘাসের শরীর মেতে আছে হাওয়ায়
কেউ বাঁজাচ্ছে ঝুমুর বুকের ভেতর।

৭.
ঘর তাড়াচ্ছে আমায়
রঙিন জামায় মাখছি সুগন্ধী
সমুদ্র ভ্রমণের স্মৃতি সমুহ নিয়ে
ঘুরছি সারা শহর।

৮.
এ বেলা কেউ ডাকলোনা আর
কার ঘর দূরে সরে যায়
কে তবে উড়াচ্ছে হাওয়া;
দুপুর প্রায় শেষ- সন্ধ্যা নামছেনা তবু।

৯.
যীশু যেন পোহাচ্ছেন রোদ
গ্রীষ্মের তাপ-রোদে বসে গীর্জা চূড়ায়
ইতস্তত, তার বিধূর চোখ
নরম ঘাস ও লতিকারে পোড়ায়।

১০.
পৃথিবী ভ্রমণের স্মৃতি নিয়ে আমার জানালায় যেন বসে আছে এক অতিথি পাখি। হাওয়ার আলিঙ্গনে বারবার ঝরে পড়ছে তার রঙিন পালক।

অহিংসা, মূলত একটি অভিধানি শব্দ!

হাওয়ার ভরে উড়ে বেড়াচ্ছে পোষা পায়রার দল, গাছের পাতাও নাচতেে নাচতে নদী পাড় হয়ে যায়। পৃথিবীর কোথাও শব্দেে ভেঙে পড়ছেে হাওয়ার দেয়াল, রোদ ক্লান্ত হয়ে ফিরে যাচ্ছে মেঘের 'পরে।

আমার জানালায় যেন এক অতিথি পাখি চেয়ে আছে পাতার দিকে, রোদের ছায়ায়।




© বেলায়েত মাছুম
ওল্ডহাম
গ্রীষ্ম, ২০১৭