১.
গত রাত ঘুমিয়ে কাটানো গেলো
বাইরে কুয়াশা
জানালার কাঁচ ভিঁজে গেলো শুধু
২.
পুরনো বইয়ে হলদে পাতা
চোখের চশমা বদলানো গেলো
নদীর কথা ভেবে কেটে গেলো দিন
৩.
তবু চোখে আলতা পড়া গেলনা
রঙকে সস্তা প্রসাধনী ভাবা যায়
দোকানি বসে আসেন টিভি পর্দায়
৪.
সাইরেন গাইতে জানেনা
দূরগামী হাওয়া বয়ে আনে সুর
শোকের গীত বাঁজছে, বাঁজছেই
৫.
গল্পটা পুরনো ও স্মৃতির
শাখা-প্রশাখায় জাগছে পাতা
চারদিকে গুন্জন বসন্ত, বসন্ত
৬.
দরোজা এক প্রাচীন প্রবেশ পথ
সহজিয়া হাওয়া ভ্রমণে যায়
আলো রেখার পর, আলোকবর্ষ দূর
৭.
ঝরে পড়ে তুষার বালুর উপর
বহুগামী হাওয়া
নুয়ে পড়ে আকাশ, বহুদুর পথ
৮.
আঙ্গুলের পর আঙ্গুল-
পাহাড়ের চুড়া রেখা শুয়ে পড়ে
দৃশ্যটা আঁকছেন কথিত চিত্রকর
৯.
মৌমাছি ডাকছে
আগুন্তুক পাখির ঠোঁটে লালা
ঝলসে যাচ্ছে চোখ পুরনো কাঁচঘরে
১০.
ধাতব অন্ধকার পোষা যায়
পাতার আগলে ধবল ঘাস
শুনশান হাওয়া করছে ভ্রমণ
© বেলায়েত মাছুম
ফেব্রুয়ারি, ২০১৭
ছবি: অন্তর্জাল
0 মন্তব্যসমূহ