শীত কাল কিংবা শীতের কাল | বেলায়েত মাছুম

শীত কাল কিংবা শীতের কাল- Belayat masum, বাংলা কবিতা



১.
এইভাবে আমি একা হয়ে পড়ি
বইয়ের পাতার মতন
অসংখ্য শব্দের ভিতর দিয়ে-
এখন কিছু স্মৃতি অস্বীকার করাই যায়।


২.
এই শ্যাওলার ভিতর শুয়ে থাকা যায়
নরম জাজিম ছুয়ে
পোড়াক নদীর ঢেউ গুনে গুনে
অজস্র অগুনতি সন্ধ্যায়।


৩.
ডিসেম্বরে রাত দ্রুত নামে
শীতকালীন মদে ডুবে থাকায়
ঝরে যায় পাতা-
আশ্বস্ত বিকেলে দাড়িয়ে থাকে কথক গাছ।


৪.
টমেটো বাগানে
উঠতি রাখালের দল বাঁজায় তালি
ভাঙা বাশের আড়ালে গেয়ে উঠে
এক উদ্বাস্তু শশীনির হৃদয়।


৫.
টিভি পর্দা বৃষ্টিতে ভিঁজে গেছে আজ
পাঠিকার কোমল আঁচল ছুয়ে
নেমে গেছে এক উতাল নদীর পাড়;
এই শীতে তুমুল বর্ষা, বর্ষাকে মনে পড়ে যায়।




শীত কাল কিংবা শীতের কাল- Belayat masum, বাংলা কবিতা




৬.
শীত রাতে জেগেছিল অসুখ
গত হাওয়ায় চড়ে লালাবাহী ঘোর
যেন এক অচিন সমুদ্র হয়ে
দেখতে এলো নাবিকের একজোড়া চোখ।


৭.
শোক বইয়ে লেখা হলো গান
কিছু পাতার মৃত্যুর খবর শোনা গেলো
এই শীত মৌসুমে-
আরো কিছু সাপের দারুণ ঘুম পেলো।


৮.
তবু আত্মহত্যা প্রবণ পাতারা বাঁধে ঘর
শোকাগ্রস্ত দেয়াল পায় অসুখে নিরাময়

আরো কিছুদিন তলিয়ে যাওয়া পাথর
পাতার ভরে খুঁজে বেড়ায় নির্ভার আশ্রয়।


৯.
প্রাচীন মদের দোকানে বসে ভাবা যায় তারে
বসন্ত আসবে বলে আবার ভাবা যায় তারে
অচেনা কোন নগরে শীতকাল নেমে এলে
শুনেছি, সেও জানে, কেবল ভাবা যায় তারে।


১০.
বিভ্রমে পুড়ে যাওয়া এক আগর বন
আঁতশবাজির আকাশে কিছু উজ্জ্বল তারা
অবকাশ নেমে আসে চোখে সমুদ্রে
আর হিমায়িত ঘোর বিহ্বল নোনাঘেরা।




শীত/২০১৬

ছবি © বেলায়েত মাছুম