বাতিকাতঙ্ক:১ - বেলায়েত মাছুম বাতিকাতঙ্ক:১

বাতিকাতঙ্ক:১

বাতিকাতঙ্ক:১





১.
এক চিলতে হাসি, ঝলসে দেয়া রোদ
একটুখানি মান আর এতটুকু ক্ষোভ


২.
কাকটি ছিল বলে, কোকিল গেয়ে গেল
কাকটি ছিল বলেই কোকিল বসত পেল


৩.
তুমি চলা হাওয়ার বিপরীতে
তাই অদ্ভুৎ এক ঘ্রাণ
জড়িয়ে পড়ে আমার নাকে মুখে


৪.
নেতা আসলেন
নেতা হাসলেন
নেতা বললেন-
আমরা জনগণ
অতি সাধারণ


৫.
তবুও বর্ষা এলো শহরের কিনারায়
আর একটা শ্যামা পাখি
একা বসে রয় নির্জন সন্ধ্যায়


৬.
যে শহরে আমি আগুন্তুক
        সে শহর কি তোমার নয়
এই শহরে হিজল ঝরেনা
        তবুও পাখির কিসের ভয়


৭.
আয় ফিরে ঘর, মন, ফেরা কি হয়?
ফেরার কথা ছিল হায়, ছিল সংশয়






ওল্ডহাম/২০১৫

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ