শহরের কোন দেয়ালে - বেলায়েত মাছুম শহরের কোন দেয়ালে

শহরের কোন দেয়ালে

বেলায়েত মাছুম











শহরের কোন দেয়ালে তার নাম লেখা নেই-
অজস্র তারার সাথে সে জেগে আছে কি না, জানি না;
অদৃশ্য হাওয়ায় হয়তো ভেসে বেড়ায়
আমি তার চুলের ঘ্রান পাই- এই পথে যে চলে গেছে
একদিন তার ছবি জলের ভেতর দেখি

ঠোঁটের ভাঁজে কতদিন পুড়ে গেছে ফুল
হৃদয় শ্বশানে পড়ে থাকলাম পুড়বার আশায়-
শালিক পাখির মতো গেয়ে চলে হাওয়া

শহরের কোন দেয়ালে তার নাম লিখিনি
কেবল পাথর আর জল ভাঙার শব্দে  জেগে উঠি
কতদিন হেটে যাই বুকের পাড়ে-
কতদিন ঘুরতে গেলাম ভীষন একা-
দিন গুলো আর রাতের গন্ধ নিয়ে;
একদিন তার ছবি জমাট বাঁধে বরফ শহরে।




ওল্ডহাম/২০১৫

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ