হাস ডাকে জলটাকে
জল বলে কৈ কৈ
দীঘি ভরা জল নাচে
সুর্যদের হৈ চৈ।
বর্ষাতে ব্যাঙ ডাকে
মেঘ করে ঘুড় ঘুড়
হাটু জলে ঢেউ ফুটে
বাতাসে সুড় সুড়।
কানা বক সাদা বক
উড়ে পানকৌড়ি
পাল তুলে নাও ভাসে
সবুজের দেউরী।
বাঁশ ঝাড় ফুল বনে
আয় মেঘ বৃষ্টি
দেয় দোল জবা ফুল
আনন্দে সৃষ্টি।
ওল্ডহাম/২০১৫
জল বলে কৈ কৈ
দীঘি ভরা জল নাচে
সুর্যদের হৈ চৈ।
মেঘ করে ঘুড় ঘুড়
হাটু জলে ঢেউ ফুটে
বাতাসে সুড় সুড়।
উড়ে পানকৌড়ি
পাল তুলে নাও ভাসে
সবুজের দেউরী।
আয় মেঘ বৃষ্টি
দেয় দোল জবা ফুল
আনন্দে সৃষ্টি।
ওল্ডহাম/২০১৫
1 মন্তব্যসমূহ
সুন্দর ছড়া।
উত্তরমুছুন