রাত কেন এত আঁধার

রাত কেন এত এত আঁধার নিয়ে নেমে আসে
নেমে আসে চোখের কোণে, বসে থাকে হৃদয় দরজায়
আঁধার হয়ে কে ছুয়ে যায় রাতের শরীর
জোনাকি আলোয় মুগ্ধ অবাক হাওয়ায়
রাত কে বলে দাও এক একলা বাদুর
উড়ে গেছে শুন্যে তার বেদনা নিয়ে।
রাত কেন এত আঁধার হয়
চাঁদের আলোয় ভরে উঠে পৃথিবী
হৃদয় জুড়ে আকাশ বসে থাকে
চোখের কোণে জোনাকি আলো।

কে তবে জাগে রাতের আলোয়
নদীর মোহনায়, হয়ে ব্যথায় আকুল
ঢেউয়ের তালে নেচে নেচে ঝাপ
ঘোলাটে জলে নিয়ে পিপাসী হৃদয়।

চাঁদ হয়ে জ্বলে উঠুক সব বিষন্ন আঁধার
ঘড়ির কাঁটায় ঝুলে রাতের শরীর।





ওল্ডহাম/২০১৫