আমরা বেরিয়ে পড়ি সমুদ্রের দিকে
এদিক ওদিক সবদিকে যাই,
সমুদ্রের পাশে পাহাড় আছে
আমরা শুয়ে থাকি সূর্যের মুখোমুখি।
ধুলো মেখে জাগিয়ে তুলি উম্
উত্তাপে শুনেছি বরফ গলেনা
গলে হৃদয় ও তার ধারক।
জলের ভেতর নাক রাখি, চোখ রাখি
পাখিও ডুবে যায় মাছের খুনে
সমুদ্রে শৈবাল ঘুমায়
প্রেম নিয়ে জেগে উঠে ঢেউ।
আমাদের শরীর নিয়ে ঘুরাঘুরি করি
শুয়ে থাকি সূর্যের মুখোমুখি
ঘরে ফিরি হৃদয় শুন্য হয়ে
আর ঠোঁটে চোখে লেগে থাকে লবণ রং।
ওল্ডহাম, ম্যানচেস্টার//২০১৫
এদিক ওদিক সবদিকে যাই,
সমুদ্রের পাশে পাহাড় আছে
আমরা শুয়ে থাকি সূর্যের মুখোমুখি।
ধুলো মেখে জাগিয়ে তুলি উম্
উত্তাপে শুনেছি বরফ গলেনা
গলে হৃদয় ও তার ধারক।
জলের ভেতর নাক রাখি, চোখ রাখি
পাখিও ডুবে যায় মাছের খুনে
সমুদ্রে শৈবাল ঘুমায়
প্রেম নিয়ে জেগে উঠে ঢেউ।
আমাদের শরীর নিয়ে ঘুরাঘুরি করি
শুয়ে থাকি সূর্যের মুখোমুখি
ঘরে ফিরি হৃদয় শুন্য হয়ে
আর ঠোঁটে চোখে লেগে থাকে লবণ রং।
ওল্ডহাম, ম্যানচেস্টার//২০১৫
0 মন্তব্যসমূহ