নেই - বেলায়েত মাছুম নেই

নেই

নেই নেই নেই কিছু নেই
নেই বোধ , নেই দু:খ কোন
নেয়ার তবু আছে অনেক।

নেই রাত নেই অন্ধকার
যেই সেই চাঁদ ফের আবার
জানলায় বাঁধা নেই সে তার
নেই গল্প ঢের চমকাবার।
নেই শীত নেই ঝড়ের রাত
নেই চমকে উঠার বজ্রপাত
আঙ্গুল নেই ছুয়ে হাত
নেই সেসব স্পর্শে আর।

নেই ফুল নেই গন্ধ মুকুল
যেই সুবাসে ভ্রমর আকুল
নেই জানালায় বুদ্ধ চাঁদ
নেই হয়েছে সকল সাধ।





ওল্ডহাম/২০১৫

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ