জুলেখা'র হার্প - বেলায়েত মাছুম জুলেখা'র হার্প

জুলেখা'র হার্প

মুখোমুখি দাড়িয়ে আয়নার কাছে
যদি ইচ্ছে হয় চাঁদের মত জেগে থেকে তারাদের পাশে
চোখের আলোয় বিম্বিত ছায়া নিয়ে,
সব আলো নিভে গেলে
বেঁজে উঠে বিষন্ন আঁধার হয়ে
জুলেখা'র হার্প
ছড়িয়ে পড়ে সুর নীল নদের স্রোত হয়ে
চেনা জানা যত মেঘের শরীর নিয়ে

তারে তারে বেঁজে উঠে বেদনার গান
কত দিন, কত রাত গেল,
হাজার বছর ধরে সে সুর ভেসে বেড়ায়
মানুষের কাছে
মনের ভেতর কেবল বাঁজতেই থাকে
জুলেখা'র হার্প

হৃদয়ের দরজায় রাত নেই, নেই কোন বিকেল সন্ধ্যা

দিনে দুপুরে জেগে উঠে
বিরহী রাতের মত বিষন্ন চাঁদ
কান পেতে শুনতে থাকে নিশাচর যত

জুলেখা'র হার্প
বেঁজে উঠে শরীরের ভেতর
প্রাণহীন দেহে কোন শোক নেই
এইতো প্রেম,  তবু যেন সেই সন্ন্যাস যাপন।





ওল্ডহাম, ম্যানচেস্টার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ