এখানে এই দূর দেশে - বেলায়েত মাছুম এখানে এই দূর দেশে

এখানে এই দূর দেশে

এখানে এই দূর দেশে বৃষ্টি নামে
সে বৃষ্টি ছুয়না আমার হাত
বাতাসের বেগে জানালা কাঁপে
সে শব্দে মুগ্ধ হয়না রাত।
রাতের প্রহরী জেগে আছে তবু
কতকাল ধরে বাঁজেনা তার বাঁশি
গলা ছেড়ে সে গায় কি গান
শুনিনা সেই প্রহরীর কাঁশি-
যে কিনা রাত দুটোর পর
হুইসেল দিয়ে গান গেয়ে যেত
দাড়াত এসে জানালার পাশে
কি কর, কেমন আছো, দুটো কথা হত।

ভোরের পাখির গুন্জন শুনি
ঘুম ভাঙে সে শব্দেও মানি
তবু কেন যেন মনে হয়
সে শব্দ কই
যে সুরে মুগ্ধ আমি
ভেঁজা মাটির গন্ধ রয়।




পেরেস্টন,  ল্যাঙশায়ার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ