শহরে নেমে এলো মেঘ - বেলায়েত মাছুম শহরে নেমে এলো মেঘ

শহরে নেমে এলো মেঘ

শহরে নেমে এলো মেঘ
আর গ্রামের জলাশয়ে একদল পানকৌড়ি
সকলেই চাইল তাদের দলে,
আমি কোথাও ছিলাম না বলে
কাক হয়ে উড়ে বেড়াই।

একটা কোকিল এই পথ দিয়েই যাবে
কোন এক জানালায় নির্ঘুম চোখের ভেতর
সুবাস ছড়িয়ে দিবে জারুল ফুলের।

এই সব জানালায় লোহার গারদে
লেগে আছে কেবল বিষন্ন বাতাস।

বাতাসের কাছে প্রার্থনা,
একদিন এই কাক শরীর নিয়ে যাক
নিয়ে যাক শহরের দিকে
যে শহরে আমার হৃদয় থাকেনা
কেউ কেউ থাকে
যাদের আমি যার যার করে চিনিনা।





ওল্ডহাম,ম্যানচেস্টার/২০১৫


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ