শহরে উন্মাদ - বেলায়েত মাছুম শহরে উন্মাদ

শহরে উন্মাদ

শহরে এক উন্মাদ এসেছে
আজ শহরে এক বদ্ধ উন্মাদ এসেছে
তার খোচা খোচা দাড়ি, লাল সাদা চুল
ধূলোর কবলে পড়েছে
এই শহরে বেশ বেমানান লেগেছে
তারে কোন খেয়ালে ধরেছে।

শহুরে উন্মাদ
বিষন্ন হাসি খুশি উন্মাদ এক
তার জ্বলে উঠা চোখ নিভে যায়
নিভে যায় শহরের আলোয়
বাতিঘরে কোন ঘর নেই বলে
ঘুমিয়ে পড়ে তার বুকের কাছে।

তার ধরপর করা বুকে
এই শহরের বেকুব হাওয়া লেগে থাকে।






ওল্ডহাম, ম্যানচেস্টার/২০১৫

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ