মনে হয় আবার সেদিনের মতো
খুড়াবো হিজল ফুল কুয়াশায় যত
হেটে যাবো বহুদূর সবুজের ভেতর
অপেক্ষায় থাকবে ততক্ষন ব্যস্ত শহর
না হয় আবার ডাকবে শালিকের দল
কিংবা একঝাক হাসের ভেঙে যাবে ঘুম
হয়তো পানকৌড়ি আবার দিবে ডুব
কেবল মনে পড়ে যাবে খুব
সূর্য কেমন দিয়েছিল জলের বুকে চুম
হয়তো সন্ধ্যা পাড় হয়ে যাবে
কিংবা লাল সূর্যটা তখনো জেগে রবে
ঘরে ফেরা হাসের দলের সাথে
লাল মোরগের আবার দেখা হবে
পেরেস্টন, ল্যাঙশায়ার
খুড়াবো হিজল ফুল কুয়াশায় যত
হেটে যাবো বহুদূর সবুজের ভেতর
অপেক্ষায় থাকবে ততক্ষন ব্যস্ত শহর
কিংবা একঝাক হাসের ভেঙে যাবে ঘুম
হয়তো পানকৌড়ি আবার দিবে ডুব
কেবল মনে পড়ে যাবে খুব
সূর্য কেমন দিয়েছিল জলের বুকে চুম
কিংবা লাল সূর্যটা তখনো জেগে রবে
ঘরে ফেরা হাসের দলের সাথে
লাল মোরগের আবার দেখা হবে
0 মন্তব্যসমূহ