আহং

শহর জুড়ে নি:শব্দ অন্ধকার
রাত কানা রোগে ভুক্ত এক
সাঁধ রাখে শহর ঘুরবার।

শহরের অলি-গলি ফুটপাথ যত
নানা রকম ভুল, ভাল লাগা শত;
এ পথ ওপথ ঘুরে, সে পথ আবার
পায়ে ধূলো জমে, বাড়ে চোখের ক্ষত।

চোখের কি দোষ? সব অন্ধ আঁধার;
তবু জাগে চোখ জানালার মত
সে চোখ বলো, আছে কি সবার?