অনুরাধা

বিকেলের রোদ যেন থমকে গেল,
আকাশে মেঘ আর আঁধ ভেজা চাঁদ
চমকে থাকাল সূর্যের মুখ,
ছায়ার পাশে কেবল সমুদ্র ঢেউ
আর হৃদয় জুড়ে প্রাচীন সুখ।
বৃষ্টি এসে, চলে গেল তবু
কুয়াশার চাদঁর কাটেনি এখনো,
ভেঙ্গে পড়ে দূর হিমালয় যেন
আসলে সময় হয়নি তখনো।
তবু কেন হায়,বিকেলের রোদ
সূর্যটা আর মেঘে ঢাকা চাঁদ
করে লুকোচুরি,দেয় পথে যেতে বাঁধা-
আসলে সে,তার অপলক চোখ
সূর্য নয়,চাঁদটাও না,মেঘ গেল কই
আসলে সে,তার হাসি মাখা মুখ,
চলে গেল সে,আমি ও যে ফিরি
কেবল ফিরে থাকয়নি অনুরাধা।