সে এক আশ্চর্য বেকুব চোখ


সে এক আশ্চর্য বেকুব চোখ;
মাছের চোখের মত জলের ভেতর
হামাগুড়ি দিয়ে খোঁজে পাতাল বুক।

কোথাও কোন স্পর্শে নেই
তার শরীর কিংবা চুল,
শুধু অদ্ভুৎ এক ঘ্রাণ;
নাকের ভেতর, মনের দেয়াল জুড়ে
দেয় মাছরাঙা স্নান ।
তার প্রবাল শরীর ছুয়ে ঢেউ;
গ্রীবায় লেগে থাকা লবণ স্বাদ
নীল সমুদ্র ছাড়া জানেনি কেউ ।

[তবুও তার বেকুব লাল চোখ
হতচ্ছাড়া অদ্ভুৎ দুটি চোখ
সামলে উঠে ঝড়ে নত গাছের মতন।]

অথচ সহস্র কাল পরও
এক স্পর্শে জেগে উঠে মেঠো শরীর।