এই সব বৈশাখী ঝড়ের রাতে - বেলায়েত মাছুম এই সব বৈশাখী ঝড়ের রাতে

এই সব বৈশাখী ঝড়ের রাতে


এই সব বৈশাখী ঝড়ের রাতে
ভেজা কাকটিও বেঁচে রবে,                                        
ডেকে যাবে বিরতি দিয়ে
ভেজানো জানালার ধারে।
হয়তো শুনবে,চমকাবে না জানি
কিংবা তাড়িয়ে দেবার থাকবেনা তাড়া,
তোমার কোকিল বিরহী রাতে
যদিও মেঘের আড়ালে জেগে থাকে তারা,
জোছনা ছুতে যাবেনা তুমি,
আঁধারে হারিয়ে গেছে কোকিল ও চাঁদ
এই সব ভেজা অন্ধকার রাতে
ভেজা কাকটির হলো মরিবার সাধ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ