তাই মৃত্যু আসে, ভেঁজা শ্যাওলার ফড়িঙের বেশে
আরেক জীবন তার, কিশোরীর চোখের মতন
কোথায় হারিয়ে যায়- আচমকা অবাক হেসে।
একদিন সকল ফুল ঝরে যায়, ঝরে যায়
শিশিরের কণা, তবু সবুজ ঘাসের উপর
জেগে রয় মৃত্যুর ডাকে কলকাতা শহর;
তাই মৃত্যু আসে তার পায়
ধীরে, আরো ধীরে, ট্রামের চাকার ভেতর
হতে বুদ বুদ গন্ধ, এখনো তার নাকে মুখে;
আর হিজলতীকার মতো হৃদয়ে ঝুলে থাকে
ডুব দেয়া পানকৌড়ির ঠোঁট।
0 মন্তব্যসমূহ