তোমাকে দেখব বলে

কত বর্ষায় রঙধনু উঠেছে
আমি থাকাইনি চোখ তুলে
শুধু তোমাকে দেখব বলে।
অনেক হেটেছি মরিচিকা পথে
তোমার পথের পথিক হয়েছি পথ ভুলে,
কত বর্ষার জলে স্নান করে
জল খেলা করেছি
কিছুই পাইনি তাতে, যা পেয়েছি তোমার চুলে।
দূর পাহারিয়া মেঠোপথ ধরে
বাকা রঙধনু উঠেছে ধীরে
আমি থাকাইনি চোখ তুলে
শুধু তোমাকে দেখব বলে।

                 
                             লেখার কাল:০৯/০৬/২০০৫