আজ জাতীয় শোক দিবস - বেলায়েত মাছুম আজ জাতীয় শোক দিবস

আজ জাতীয় শোক দিবস

আজ সেই ১৫ই আগস্ট, যে দিনে বাংলা হারিয়ে ছিলো নেতাকে, আর বাঙালী হারিয়ে ছিলো ব্ন্ধুকে।

বঙ্গব্ন্ধু বাংলাকে,বাংলার মানুষ কে মুক্ত করে ছিলেন তার তেজদীপ্ত কন্ঠস্বর দিয়ে,
তিনি চেয়ে ছিলেন বাংলাকে, বাংলার মানুষকে মুক্ত করতে, শুধু পাকিস্তানের কাছ থেকে নয়, চিরকালিন মুক্তির জন্য, কিন্তু আজ শুধু বাংলা মুক্ত, বাংলার মানুষ এখনও মুক্ত নয়।


বঙ্গবন্ধু হত্যার পর থেকে বাংলার গণতন্ত্র পথ হারিয়েছে,সামরিক শাসক রা গণতন্ত্র লুন্ঠন করেছে আর
এখন দুটি ঘরে বন্দী হয়ে চিৎকার করছে, হাহাকার করে ধুকছে মৃত্যু যন্ত্রণায়, যে কোন দিন এর মৃত্যু হলে অবাক হওয়ার কিছু থাকবেনা।


বঙ্গবন্ধু র খুনিদের বিচার করা হয়েছে, কিন্তু যারা বঙ্গবন্ধু কে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল, যারা বাকশাল
গঠনে পরামর্শ দিয়েছিলো, যারা গণতন্ত্র কে গলা টিপে মারতে চেয়ে ছিলো, তাদের বিচার কে করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ