তোমার ছায়ারে পাশে এনে রাখি

তোমার ছায়ারে পাশে এনে রাখি
আমিও জেগে রই
তারাদের মতো সমুদ্র স্নানে নামবো বলে।
সারা চোখ মুখ জুড়ে
অপূর্ব দ্যোতি
যেমন ছড়িয়ে ছিল জোনাকিরা।
অস্পষ্ট আঁধারে হাত বাড়িয়ে
ছুয়ে দেই পাথরের শরীর,
জাগবে কিনা জানিনা
তবু জেগে রই, ডেকে যাই
তোমার ছায়ারে।
তুমিও কি, থাকো নি:শ্চুপ
নাকি হারিয়ে যাও সমুদ্র ঢেউয়ে
অপেক্ষায় কান্ত যে
তাই রেখে যাও তোমার ছায়ারে।