আবার সবুজে বসে,আবার আমি
এপ্রিল ১৭, ২০১০
আবার সবুজে বসে,আবার আমি
হাটতে থাকি,
ধূলোর ভিতর, ঘাসের উপর
পা ফেলি, হাত রাখি।
আবার আমি চলতে থাকি হারিয়ে যেতে
দাড়িয়ে থাকি পথের ধারে ছায়ার পাশে।
এমনি করেই আমার আমি
নিজের ভিতর যখন তখন
হারিয়ে গিয়ে ফিরে আসি।
হাটতে থাকি,
ধূলোর ভিতর, ঘাসের উপর
পা ফেলি, হাত রাখি।
আবার আমি চলতে থাকি হারিয়ে যেতে
দাড়িয়ে থাকি পথের ধারে ছায়ার পাশে।
এমনি করেই আমার আমি
নিজের ভিতর যখন তখন
হারিয়ে গিয়ে ফিরে আসি।
1 comments
খুব সুন্দর আপনার ব্লগ। আরো লিখুন। শুভেচ্ছা রইলো।
উত্তর দিনমুছুন