একটা ভেজা কাক ডেকে যাওয়া অবিরত

তোমার জানালার পাশে যদি কাক ডাকে
কোন এক ভোরে
দেখো একবার পর্দা তুলে,
হয়তো একটা ভেজা কাক
বসে আছে ভয়ে,তোমর বেলকুনি ধারে।
ভেবে নিও আগের রাতে অনেক ঝড়বৃষ্টির সাথে,
প্রাণপণ লড়ে এক যোদ্ধাএ
সেছে পেতে তোমার আশ্রয়।
তোমার হাত কি বাড়িয়ে দেবে,
তুমি ভাববে কি একটি কাক
বেঁচে থাকুক মৃত্যু পর্যন্ত ,
নাকি হবেনা একটি কাকের জন্য মায়া ?
তোমার চোখের সামনে
যা পড়ে রবে, সে হারিয়ে যাবে,
হাত বাড়ালে আর পাবেনা
ঝড়ের রাতের পরে, জানালার পাশে
একটা ভেজা কাক ডেকে যাওয়া অবিরত।