ও মা তুই বলতে পারিস

ও মা তুই বলতে পারিস
এমন কেন হয়
চাঁদটা আমি ধরতে গেলে
দূরে সরে রয়,
জোনাক গুলো জ্বলে-নিভে
ও মা এমন কেন হয়।
চাঁদটা কি বন্ধু আমার
চলার পথে সঙ্গে যাবার
পথ দেখাতে জোনাক গুলো
কাঁটিয়ে সব অন্ধ-আঁধার।
জানি মা তুই বলতে পারিস
“ও রে আমার অবুঝ সোনা
শোনাই তোরে গল্প কথা
ঐ সব আমার নেই যে জানা।”
পারবেনা মা ভোলাতে আমায়
তোমার এসব গল্প কথায়
চাঁদ এবং জোনাক কথা
বলতেই হবে তোমায়।