বলো এবার কেমন করে

বলো এবার কেমন করে
কাকটি তুমি তাড়িয়ে দেবে,
কত আর কাকতাড়ুয়া
টাঙিয়ে রাখবে তুমি,
মন কি তোমার বন-বিভাজন
কাকের দলে ধলিয়ে দেবে ?
মনের ভিতর জানালার পাশে
যে কাকটি থাকবে বসে
চায়না খাদ্য ভাজা পোড়া
তৃষ্ণায় তার জল লাগেনা
ডর ধরেনা তাড়িয়ে দেবার,
কাকটি চায় মনের খোরাক
থাকতে বসে তোমার ধারে।
জানালার পাশে আসলে কবু
দেখবে তুমি কাকটি আছে,
তাড়িয়ে দিতে যাবে তুমি
তবু কাকটি বসেই রবে !