তবে ডুবিয়ে মারো তোমার দীঘির জলে।

শোন- আজো সমুদ্রে নামিনি
তোমার দীঘির জলে নামবো বলে,
হয়তো বলবে, ‘তাই, তবে নামো
দেখি কেমন ডুব সাতার খেলতে পারো।’
খেলবোনা ডুব ডুব খেলা
পারবোনা সাতরে পাড়ি দিতে-তোমার দীঘির জল
কেবল ভিজিয়ে দিক
একটি স্নান কাতর হৃদয়।
শোন- এই যদি হয়,কালো চোখ ভ্রমর
আমি নেই তাতে,
তবু ডুবে রবো অনন্তদিন
মহাকাল ধরে,
আর যদি তোমার ইচ্ছেই হয়
তবে ডুবিয়ে মারো তোমার দীঘির জলে।