মোহ কি না জানি না
পড়ে থাকি কিংবা হারিয়ে যাই,
আমি বুদ অথবা পলাতক
যাই হই না কেন, তবু বলি তোকে-
তোর চোখ কেন কথা কয়
কেন সেথায় নদী বয় ?
আমায় হারিয়ে যেতে বলে
বুঝে ফেলি তাই
তোর নদীতে ভেসে যাই।
বল তোর ঠোঁট কেন এমন কাঁপে
কেন মুখে লাল ফুল ফুটে ?
সেই ফুল কাকে দিতে চাস
বুঝি তাই, তোর ভয়ে আমিও লড়ে যাই !
আমার দোষ তাতে
যদি ডাকাতি করি তোর মনের ভিতর ?
সে দরজা খোলা থাকে
আমি তাই ঢুকি অনায়াসে।
পড়ে থাকি কিংবা হারিয়ে যাই,
আমি বুদ অথবা পলাতক
যাই হই না কেন, তবু বলি তোকে-
তোর চোখ কেন কথা কয়
কেন সেথায় নদী বয় ?
আমায় হারিয়ে যেতে বলে
বুঝে ফেলি তাই
তোর নদীতে ভেসে যাই।
বল তোর ঠোঁট কেন এমন কাঁপে
কেন মুখে লাল ফুল ফুটে ?
সেই ফুল কাকে দিতে চাস
বুঝি তাই, তোর ভয়ে আমিও লড়ে যাই !
আমার দোষ তাতে
যদি ডাকাতি করি তোর মনের ভিতর ?
সে দরজা খোলা থাকে
আমি তাই ঢুকি অনায়াসে।
0 মন্তব্যসমূহ