যখন তাকাই তোর পানে
দেখি মুখ জুড়ে হাসি খেলা করে,
অস্থির আমার মনে কাঁপন উঠে,
আর সে হাসি যতনে আগলে রাখি
বুকের বামপাশে, ভালবেসে।
হঠাৱ যখন ভীষন একা লাগে
মনে হয় নেই আমি, হারিয়ে গেছি
তোর মাঝে,
আর সব কিছু লাগে এলোমেলো, তখন
কবিতার পাতার মতন তোর হাসি
বুকের বামপাশ থেকে টেনে এনে
প্রাচিন কবির মতো পড়তে থাকি।
আমায় ভাবিসনে ভুল
তোর মুখ খানি ছবি হয়ে রয়,
আর সে হাসিতে ফুঠে ফুল
ছড়ায় সুভাস ইচ্ছে মতন
আমায় করে বিভোর।
যদি পারতাম তোর হাসি মুখ খানি
রাখতাম বাঁধিয়ে সোনায় মুড়িয়ে
প্রাসাদে পাহাড়ে দেয়ালে দেয়ালে।
পারিনা তাই তোর হাসি মুখ খানি
যতনে আগলে রাখি ভালবেসে
বুকের বামপাশে।
দেখি মুখ জুড়ে হাসি খেলা করে,
অস্থির আমার মনে কাঁপন উঠে,
আর সে হাসি যতনে আগলে রাখি
বুকের বামপাশে, ভালবেসে।
হঠাৱ যখন ভীষন একা লাগে
মনে হয় নেই আমি, হারিয়ে গেছি
তোর মাঝে,
আর সব কিছু লাগে এলোমেলো, তখন
কবিতার পাতার মতন তোর হাসি
বুকের বামপাশ থেকে টেনে এনে
প্রাচিন কবির মতো পড়তে থাকি।
আমায় ভাবিসনে ভুল
তোর মুখ খানি ছবি হয়ে রয়,
আর সে হাসিতে ফুঠে ফুল
ছড়ায় সুভাস ইচ্ছে মতন
আমায় করে বিভোর।
যদি পারতাম তোর হাসি মুখ খানি
রাখতাম বাঁধিয়ে সোনায় মুড়িয়ে
প্রাসাদে পাহাড়ে দেয়ালে দেয়ালে।
পারিনা তাই তোর হাসি মুখ খানি
যতনে আগলে রাখি ভালবেসে
বুকের বামপাশে।
0 মন্তব্যসমূহ